নিজস্ব প্রতিবেদন: ২০০৪ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ছবি ধুম। মুক্তি পেয়েই চারিদিকে ধুম মাচিয়ে দিয়েছিল। যশ রাজ ফিল্মসের সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ধুম সিরিজের চতুর্থ ছবি ধুম ৪ খুব শীঘ্রই আসতে চলেছে। ধুম-এর প্রত্যেক পার্টেই কোনও না-কোনও বলিউড সুপারস্টারকে দেখা যায়। ধুম ফোরে কে থাকবেন তা নিয়ে এখন জোর জল্পনা বলিউডে। এবার প্রকাশ্যে এল সেই সত্যিটাই।


শাহরুখকে শুভেচ্ছা জানাতে এসে খোয়া গেল ১৩টি মোবাইল


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকালই ৫২তম জন্মদিন কাটিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। বলিউডের আনাচে-কানাচে কান পাতলেই শোনা যাচ্ছে, যশরাজ ফিল্মসের ধুম ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন বলিউড বাদশা। প্রসঙ্গে কী বললেন স্বয়ং বাদশা? ‘এখনও পর্যন্ত এমন কোনও ছবিতে সই করিনি। প্রথমে আনন্দ রাইয়ের ছবির কাজ শেষ করব। অনুষ্কা শর্মা আর ক্যাটরিনা কাইফের ডেট নষ্ট হোক এমনটা চাই না।’


তিনি আরও বলেন, ‘যশরাজ ফিল্মসের পক্ষে কোনও প্রস্তাব পাইনি। ওরা শুধু আমায় বলেছিল। আমি করণ জোহর, আদিত্য চোপড়া এবং আমার সমস্ত পরিচালক বন্ধুদের বলেছি যে, ডিসেম্বর পর্যন্ত অন্য কোনও ছবির কথা ভাবতে পারছি না। ওরাও আমার কথা বুঝেছে।’ শেষ পর্যন্ত ধুমের মতো ব্লকবাস্টার হিট ছবিতে বাদশার রোম্যান্স-অ্যাকশন দেখা যায় কিনা, তা সময়ই বলবে।


ঐশ্বর্যর ওজন নিয়ে ‘নোংরা’ মন্তব্য, কষ্ট দিয়েছে, বললেন অভিষেক