`মেন্টাল হ্যায় কেয়া`র শ্যুটিং শেষে রোমান্টিক পোজে কঙ্গনা-রাজকুমার
প্রথমে মুম্বই ও পরে লন্ডনে `মেন্টাল হ্যয় কেয়া`-এর শ্যুটিং করেন কঙ্গনা ও রাজকুমার।
নিজস্ব প্রতিবেদন: 'কুইন'-এর পর ফের একবার একসঙ্গে দেখা যাবে রাজকুমার রাও ও কঙ্গনা রানাওয়াতের জুটিকে। ছবির নাম 'মেন্টাল হ্যয় কেয়া'। 'মনিকর্নিকা'র পর এবার 'মেন্টাল হ্যয় কেয়া'র ছবির শ্যুটিংও শেষ করে ফেললেন কঙ্গনা। প্রথমে মুম্বই ও পরে লন্ডনে 'মেন্টাল হ্যয় কেয়া'-এর শ্যুটিং করেন কঙ্গনা ও রাজকুমার। ছবির শ্যুটিং শেষে কঙ্গনার সঙ্গে রোমান্টিক পোজও দেন রাজকুমার।
শ্যুটিং শেষে কঙ্গনা ও রাজকুমারের পাশাপাশি দেখা যায় 'মেন্টাল হ্যয় কেয়া'-এর পরিচালক প্রকাশ কোভেলামুডি সহ অন্যান্য কলাকুশলীদেরও।
আগামী বছর ২২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে 'মেন্টাল হ্যয় কেয়া'- ছবিটি। বক্স অফিসে 'কুইন' বেশ সাড়া ফেলেছিল। এমনকি কুইন ৬২তম জাতীয় পুরস্কারে সেরা হিন্দি ছবির সম্মান জিতে নেয়। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন কঙ্গনা। এবার দেখার তাঁর 'মেন্টাল হ্যয় কেয়া'-ছবিটি বক্স অফিসে কতটা সাড়া ফেলে।
আরও পড়ুন-নিউ ইয়র্কে মধুচন্দ্রিমার নানান ভিডিয়ো শেয়ার করলেন রাজ-শুভশ্রী