নিজস্ব প্রতিবেদন: আগামী ২০ ডিসেম্বর ১ বছরে পা দেবে সইফ-করিনার নবাব পুত্র তৈমুর আলি খান। ইতিমধ্যেই তৈমুরের জন্মদিন সেলিব্রেশনের জন্য পাতৌদির প্রাসাদে পৌঁছে গিয়েছেন সইফ-করিনা। তোরজোড় চলছে জোর কদমে। ছোট্ট তৈমুর যে ধীরে ধীরে বড় হচ্ছে তা বেশ বোঝা যাচ্ছে তার দুষ্টুমিতে। সম্প্রতি 'জুড়বা-২' অভিনেত্রী জ্যাকলিন সামনাসামনি হয়েছিলেন ছোট্ট নবাবের। দুষ্টু মিষ্টি তৈমুরকে দেখে তার ছবি ও ভিডিও তুলছিলেন অভিনেত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিন্তু জ্যাকলিনের সঙ্গে তৈমুর কী করল জানেন?


ভিডিও তোলার সময় জ্যাকলিনের ফোনই কেড়ে নিতে গেল তৈমুর। সে তো ভালো, তার ন্যানি তৈমুরকে সামলে নিলেন। দেখুন সেই ভিডিও...



শোনা যাচ্ছেে ২০ তারিখ পাতৌদি প্রাসাদে তৈমুরের জন্মদিন সেলিব্রেট করলেও তা নেহাতই ঘরোয়াভাবেই করলেন করিনা। দুই পরিবারের সদস্যরাই শুধুমাত্র উপস্থিত থাকবেন সেখান। তবে আমন্ত্রিত থাকতে পারেন, আব্রাম খান, যশ ও রুহির মতো বলিউডের ক্ষুদে সেলেবরা।