একই ছাতার মধ্যে কী এমন করছেন শ্রীদেবী কন্যা আর শাহিদ কাপুরের ভাই!
মায়ের পথে হেঁটেই অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিয়েছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। ইতিমধ্যেই শুরু করেছেন তাঁর প্রথম ছবি `ধড়ক`-এর শ্যুটিং। এই ছবিতে জাহ্নবীর বিপরীতে দেখা যাবে শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরকে। বিখ্যাত মারাঠি ছবি `সাইরাত`-এর রিমেক এটি। ছবির প্রযোজনা করছেন করণ জোহরের ধর্মা প্রোডাকশন।
নিজস্ব প্রতিবেদন : মায়ের পথে হেঁটেই অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিয়েছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। ইতিমধ্যেই শুরু করেছেন তাঁর প্রথম ছবি 'ধড়ক'-এর শ্যুটিং। এই ছবিতে জাহ্নবীর বিপরীতে দেখা যাবে শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরকে। বিখ্যাত মারাঠি ছবি 'সাইরাত'-এর রিমেক এটি। ছবির প্রযোজনা করছেন করণ জোহরের ধর্মা প্রোডাকশন।
কয়েকদিন আগেই প্রকাশ পেয়েছে জাহ্নবীর আপকামিং ফিল্ম 'ধড়ক'-এর ফার্স্ট লুক পোস্টার। তাতে ঈশানের সঙ্গে জাহ্নবীর রসায়ন মন কেড়েছে সিনেমাপ্রেমীদের। পাশাপাশি দুদিন আগেই প্রকাশ্যে আসে 'ধড়ক'-এর শ্যুটিংয়ের বেশকিছু ছবি। আর প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়।
এবার সামনে এল 'ধড়ক'-এর শ্যুটিং সেটে আরও দুটি ছবি। যেখানে একই ছাতার তলায় রোম্যান্টিক মুডে ধরা দিয়েছেন জাহ্নবী ও ঈশান। একই ছাতার তলায় তাঁদেরকে প্রেম করতে দেখা গেল।