নিজস্ব প্রতিবেদন : বলিউডে ডেবিউ করার আগে থেকেই নাকি শাহিদ কাপুরের ভাই ঈশান খাটটারের সঙ্গে ‘ডেট’ করছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। এমন গুঞ্জন শুরু হয় বেশ কিছুদিন ধরেই। এসবের মধ্যেই মুক্তি পায় জাহ্নবী এবং ঈশানের প্রথম সিনেমা ‘ধড়ক’-এর পোস্টার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : হৃত্বিকের স্ত্রী হচ্ছেন এই বলিউড অভিনেত্রী?


আর এবার ঈশানের বাড়িতে দেখা গেল শ্রীদেবী কন্যাকে। অর্থাত, সম্প্রতি শাহিদ কাপুরের বাড়িতে প্রবেশ করতে দেখা যায় জাহ্নবী কাপুরকে। শোনা যায়, শাহিদের পরিবারের সঙ্গে ‘ডিনারে’ হাজির হন জাহ্নবী। সেখানে হাজির ছিলেন ঈশানের মা নীলিমা আজিমও। জাহ্নবীর পাশেই মায়ের হাত ধরে হেঁটে যেতে দেখা যায় শাহিদের ভাইকে।


ওই সময় পাপারাত্জিকে দেখ বিরক্তি প্রকাশ না করলেও, ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়নি শ্রীদেবীর মেয়েকে। ঈশানও চোখ তুলে তাকাননি ক্যামেরার দিকে।