নিজস্ব প্রতিবেদন : হটস্পট ও কনটেনমেন্ট এলাকা ছাড়া বাকি সর্বত্র কিছু শর্ত সাপেক্ষে মদের দোকান খোলা যাবে বলে জানিয়েছে কেন্দ্র। লকডাউনের মধ্যে সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুললেন বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকাল জাভেদ আখতার। মুখ খুলেছেন রবিনা ট্যান্ডনও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মদের দোকান খোলার সিদ্ধান্তের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জাভেদ আখতার টুইটারে লেখেন, ''লকডাউনের মধ্যে মদের দোকান খোলার সিদ্ধান্ত সর্বনাশা। সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে লকডাউনের মধ্যে গার্হস্থ্য হিংসা বেড়ে গিয়েছে। আর মদের দোকান খোলার সিদ্ধান্তে শিশু ও মহিলারা ক্ষতিগ্রস্ত হবেন।''


আরও পড়ুন- ঋষি কাপুরের মৃত্যুর দু'দিন পর তৈমুরের চুল কাটার ছবি পোস্ট, নেটিজেনদের সমালোচনার মুখে করিনা



এর আগে লকডাউনের মধ্যে মদের দোকান খোলার সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রবিনা ট্যান্ডনও। ANI-এর খবরের লিঙ্ক দিয়ে এমন সিদ্ধান্তে বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন রবিনা।



এর আগে লকডাউনের মধ্যে গার্হস্থ্য হিংসা নিয়ে মুখ খুলেছিলেন দিয়া মির্জা, অনুষ্কা শর্মা, ফারহান আখতার, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত সহ আরও অনেক তারকাই মুখ খুলেছিলেন।


আরও পড়ুন-ন্যাশনাল স্কুল ইফ ড্রামা-য় তখন পড়ছেন অভিনেতা, বাবার স্মৃতিতে বিভোর ইরফান পুত্র