নিজস্ব প্রতিবেদন:  দেশে বোরখা ও ঘোমটা নিষিদ্ধ করার প্রসঙ্গ নিয়ে এবার মুখ খুললেন খ্যাতনামা কবি তথা গীতিকার জাভেদ আখতার। তাঁর কথায়, দেশে বোরখা যদি নিষিদ্ধ হয় তাহলে কোনও আপত্তি নেই। তবে বোরখার সঙ্গে ঘোমটাও নিষিদ্ধ করা উচিত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি, শ্রীলঙ্কার ইস্টার সানডেতে ধারাবাহিক বিস্ফোরণের পর সেদেশে বোরখা নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি, গত বুধবার এপ্রসঙ্গে মোদী সরকারের কাছে শিবসেনা মুখপত্র সামনায় প্রকাশিত এক প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়, '' রাবণের লঙ্কায় বোরখা নিষিদ্ধ হলে রামের ভারতে হবে না কেন? '' এপ্রসঙ্গে সম্প্রতি এক অনুষ্ঠানে গীতিকার জাভেদ আখতারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, '' যদি এদেশে বোরখা নিষিদ্ধ করার জন্য কোনও আইন আনা হয় তাতে আমার কোনও আপত্তিই নেই। তবে রাজস্থানে শেষ দফা নির্বাচনের আগেই সরকারের উচিত দেশে ঘোমটা প্রথাও নিষিদ্ধ করা। আমি মনে করি এদেশ থেকে ঘোমটা ও বোরখা দুটোই উঠে যাওয়া উচিত। তাহলে আমি খুশি হবো।''


আরও পড়ুন-সকলে সুরক্ষিত থাকুন, প্রার্থনা করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, রুক্মিনী, স্বস্তিকারা, দেখুন কে কী লিখলেন...



এপ্রসঙ্গে জাভেদ আখতার আরও বলেন, '' বোরখা সম্পর্কে আমার জ্ঞান খুবই স্বল্প। কারণ আমার বাড়িতে কোনও মহিলাই বোরখা পরে না। ইরাক রক্ষণশীল দেশ, তবে সেদেশেও মহিলারা মুখ ঢেকে রাখে না। আর এখন শ্রীলঙ্কাতেও তাই। ''


আরও পড়ুন-  ক্যান্সারের সঙ্গে লড়াই সহজ ছিল না, এখনও বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট হওয়া বাকি: মুখ খুললেন ঋষি কাপুর