নিজস্ব প্রতিবেদন : 'সোয়েটার', 'হৃদপিণ্ড'-এর সাফল্যের পর পরিচালক শিলাদিত্য মৌলিক আনতে চলেছেন তাঁর তৃতীয় ছবি। শিলাদিত্য মৌলিকের তৃতীয় ছবির নাম 'ছেলেধরা'। যে ছবির কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে জয়া আহসানকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'ছেলেধরা'তে উঠে আসবে একজন অ্যালকোহলিক মা ও মেয়েকে অপহরণের গল্প। দেখা যাবে, অপহৃত হওয়ার পর থেকেই অপহরণকারীর ছেলেকে নিজেদের নাগালের মধ্যে পেতে চান ওই অ্যালকোহলিক মহিলা। অবশেষে সেটা সম্ভবও হয়। নিজের ছেলেই যখন অপহরণের শিকার, তখন অপহরণকারীর ঠিক কী অনুভূতি হতে পারে? এই পটভূমির উপরই নিয়ে তৈরি হচ্ছে 'ছেলেধরা'। 



পরিচালক শিলাদিত্য মৌলিক বলেন, ''ছেলেধরা পিতৃত্ব ও শৈশব নিয়ে তৈরি একটি গল্প। এখানে যে শুধুমাত্র অপহরণ আর অপরাধের কাহিনি উঠে আসবে, এমনটা নয়। অপহরণের মধ্যে দিয়ে কিছু মানুষের জীবন কীভাবে বিবর্তিত হবে। তাঁদের ব্যক্তিগত দুর্বলতার কথা তাঁরা কীভাবে বুঝতে পারবেন, সেগুলি এই ছবিতে দেখানো হবে।''



'ছেলেধরা'তে জয়া আহসান ছাড়াও দেখা যাবে অনুরাধা মুখোপাধ্যায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও ঈশান মজুমদারকে।



'ছেলেধরা'র সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন রণজয় ভট্টাচার্য।