Jaya Bachchan-Navya Naveli: ‘বিয়ে না করেও সন্তানের জন্ম দিতে পারে নভ্যা’, আপত্তি নেই জয়ার
Jaya Bachchan-Navya Naveli: `সম্পর্ক শুধুমাত্র ভালোবাসা, খোলা বাতাস আর মানিয়ে নেওয়ার উপর নির্ভর করে না। লোকে হয়তো আমার কথা শুনে প্রতিবাদ করবে কিন্তু শারীরিক আকর্ষণ ও সামঞ্জস্যও জরুরি। আমাদের সময়ে পরীক্ষা নিরীক্ষার কোনও সুযোগ ছিল না, কিন্তু এখন আছে যখন তাহলে ওরা করবে না কেন?` অকপট জয়া
Jaya Bachchan, Navya Naveli, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিনয় জগত থেকে দূরেই থাকতে চান অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চনের অর্থাৎ অমিতাভ-জয়ার নাতনি নভ্যা নভেলি। ব্যবসা থেকে শুরু করে সোশ্যাল ওয়ার্কেই থাকতে চান তিনি। তবে সম্প্রতি নিজের একটি পডকাস্ট খুলেছেন নভ্যা, সেই পডকাস্টের নাম ‘What The Hell Navya’। প্রথম এপিসোডেই নভ্যার শোয়ে হাজির জয়া বচ্চন ও শ্বেতা বচ্চন। সেখানে নানা বিষয়েই ব্যক্তিগত মতামত প্রকাশ করতে দেখা যায় জয়া বচ্চনকে। কথায় কথায় অভিনেত্রী বলেন, যদি নভ্যা বিয়ে না করেই সন্তান প্রসব করতে চান সেই বিষয়ে তাঁর কোনও সমস্যা নেই।
বর্ষীয়ান অভিনেত্রী বলেন, ‘আমাদের সময়ে আমরা কোনও এক্সপেরিমেন্ট করতে পারতাম না। সম্পর্ক শুধুমাত্র ভালোবাসা, খোলা বাতাস আর মানিয়ে নেওয়ার উপর নির্ভর করে না। লোকে হয়তো আমার কথা শুনে প্রতিবাদ করবে কিন্তু শারীরিক আকর্ষণ ও সামঞ্জস্যও জরুরি। আমাদের সময়ে পরীক্ষা নিরীক্ষার কোনও সুযোগ ছিল না, কিন্তু এখন আছে যখন তাহলে ওরা করবে না কেন? কারণ এটাও দীর্ঘ সম্পর্কের জন্য জরুরি। যদি শারীরিক সম্পর্ক ঠিক না হয় তাহলে সেই সম্পর্ক বেশিদূর গড়াবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু নয়া প্রজন্ম, আমাদের জেনারেশন তো ভাবতেও পারত না, এমনকী শ্বেতার জেনারেশনও, কিন্তু নভ্যার জেনারেশনের দৃষ্টিভঙ্গিই আলাদা কিন্তু তাঁরাও এই শারীরিক সম্পর্ক স্থাপন করতে নিজেদের দোষী ভাবে, যেটা একদমই ঠিক নয়। শারীরিক সম্পর্কের পর যদি তোমার সেই সম্পর্কে থাকার ইচ্ছে থাকে তো ভালো নইলে বেরিয়ে আসো। সেই সম্পর্ক ভালো থাকবে। আমি এই বিষয়টা খুবই ক্লিনিকালি দেখি। যদিও এখন প্রেম, ইমোশন খুবই কম দেখতে পাই, তাও আমি বলব তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করো। তোমাদের দুজনের বন্ধু হওয়া খুব জরুরি, নিজেদের মধ্যে আলোচনা করে নাও যে, আমি তোমার বাচ্চার মা হতে চাই কারণ আমি তোমাকে পছন্দ করি। আমার মনে হয় তুমি খুব ভালো। তাহলে চল আমরা বিয়ে করে নিই, কারণ আমাদের সমাজ তা চায়। তবে নভ্যা যদি বিয়ে না করেও সন্তান নিতে চায়, তাতেও আমার কোনও সমস্যা নেই।’