Jeetu Kamal, Satyajit Ray, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : ১৯৭০ সালে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে 'অরণ্যের দিনরাত্রি' বানিয়েছিলেন সত্যজিৎ রায়। ফের একবার সেই নস্টালজিয়া উস্কে পর্দায় ফিরছে চার বন্ধু অসীম, সঞ্জয়, হরি, শেখরের গল্প। ফিরে আসবে ছুটির দিনে তাঁদের সেই পালামৌ-এর কাছাকাছি বেড়াতে যাওয়ার কথা। ৭ সেপ্টেম্বর, বুধবার সুনীল গঙ্গোপাধ্যায়ের ৮৮ তম জন্মদিনে তাঁর উপন্যাস 'অরণ্যের দিনরাত্রি' অবলম্বনে ছবি বানানোর কথা ঘোষণা করল প্রযোজনা সংস্থা প্রামোদ ফিল্মস। ছবির পরিচালনা করবেন অরুণ রায়। যিনি কিনা 'হীরালাল', 'আট বারো'-র মতো ছবি বানিয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অরুণ রায় পরিচালিত 'অরণ্যের দিনরাত্রি'-তে অভিনয় করছেন জীতু কমল, সোহিনী সরকার, কিঞ্জল নন্দা, অর্ণ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী সহ অন্যান্যরা। ছবি প্রসঙ্গে পরিচালক অরুণ রায় Zee ২৪ ঘণ্টা ডিজিটালকে জানান, 'সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর অরণ্যের দিনরাত্রি উপন্যাসে ঠিক যেমনটা লিখে গিয়েছিলেন, ঠিক তেমনটাই অনুসরণ করে ছবিটা বানাচ্ছি। উপন্যাসটা বহু আগে লেখা হলেও সুনীল গঙ্গোপাধ্যায় এটা এমনভাবে লিখে গিয়েছেন যেটা আজকের দিনে দাঁড়িয়েও প্রাসঙ্গিক। এটি কালজয়ী উপন্যাস। তবে সত্যজিৎ রায়ের বানানো অরণ্যের দিনরাত্রির সঙ্গে আমার এই ছবির কোনও সম্পর্ক নেই। ওই ছবিকে কোনওভাবেই আমি অনুসরণ করছি না, আমি শুধু অরণ্যের দিনরাত্রি বইটিকে অনুসরণ করছি।'


আরও পড়ুন-'শাড়ি পরিয়ে, গায়ে গরম মোম ঢেলে লাগাতার ধর্ষণ করত কাকা'


 


প্রসঙ্গত অরুণ রায়ের 'অরণ্যের দিনরাত্রি' সিনেমাটোগ্রাফার হিসাবে কাজ করছেন গোপী ভগত, মিউজিক করছেন সৌম্য রীত, সম্পাদনার দায়িত্বে রয়েছেন সুজয় দত্তর রায়।   


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)