নিজস্ব প্রতিবেদন : ‘ধড়ক’-এর শুটিং শেষ করে সবে সবে কলকাতা থেকে মুম্বইতে ফিরেছেন জাহ্নবী। মায়ের মৃত্যুর পর বিমর্ষ তিনি, তা সত্ত্বেও কাজ কিন্তু বন্ধ করেননি। শুধু তাই নয়, ‘ধড়ক’-এ যাতে তিনি নিজের সেরাটাই দিতে পারেন এবং তার জন্য গর্ব বোধ করতে পারেন প্রত্যেকে, মা-কে সেই কথাই দিয়েছেন শ্রীদেবী কন্যা। করণ জহরের সিনেমার শুটিং সেরে মুম্বইতে ফেরার পর এবার ছোট বোন খুশির সঙ্গে দেখা গেল জাহ্নবীকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : স্বল্প বসনে উত্তাপ ছড়াচ্ছেন অভিনেত্রী গিজল


বান্দ্রার একটি রেস্তোরাঁর বাইরে দেখা যায় জাহ্নবী এবং খুশিকে। যেখানে বোনকে যেন আগলে রাখার চেষ্টা করেন শ্রীদেবীর ‘জানু’। ক্যামেরার ফ্ল্যাশ যাতে খুশিকে কোনওরকম বিরক্ত না করে, তার জন্য যে সব সময় উগ্রিব দেখা যায় জাহ্নবীকে। দেখুন সেই ছবি..





সম্প্রতি মুম্বইতে এক বন্ধুর সঙ্গে দেখা যায় খুশি কাপুরকে। বন্ধুর সঙ্গে বেশ হাসিখুশি মুখেই দেখা যায় শ্রীদেবীর ছোট মেয়েকে। সেই ছবি ক্যামেরায় উঠে আসতেই জোর জল্পনা শুরু হয়। মায়ের মৃত্যুর পর কি আরও একটা অবলম্বন খুঁজছেন খুশি, উঠতে শুরু করে সেই প্রশ্ন। যদিও সংবাদমাধ্যমের সামনে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি খুশি কাপুর।