নিজস্ব প্রতিবেদন: সংগীত জগতে নক্ষত্রপতন। প্রয়াত বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri Passed Away)। বুধবার সকালে মাত্র ৬৯ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে জীবনাবসান। কেবল দেশ নয় বিদেশেও সমান ভাবে প্রসিদ্ধ ছিলেন 'ডিসকো কিং' (Disco King)। তাঁর গানের গুনমুগ্ধ ভক্ত ছিলেন 'পপ সম্রাট' মাইকেল জ্যাকসন (Michael Jackson)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোনার প্রতি বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri) ভালবাসা ছিল সকলেই জানেন। বাপ্পি লাহিড়ি একবার নিজেই জানিয়েছিলেন, তাঁর সোনার গণেশের লকেট হার পছন্দ হয়েছিল 'পপ সম্রাট' মাইকেল জ্যাকসনেরও (Michael Jackson)। সেই ঘটনার কথা বলতে গিয়ে বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri) জানান, সালটা ১৯৯৬। ভারতে এসেছিলেন মাইকেল জ্যাকসন (Michael Jackson)। তখন পপস্টারের সঙ্গে বাপি লাহিড়ির দেখা হয়। তাঁকে ডাকেন জ্যাকসন এবং তাঁর সোনার গণেশ লকেটের হারের প্রশংসা করেন তিনি। 


এরপর তাঁর নাম জিজ্ঞাস করেন মাইকেল জ্যাকসন (Michael Jackson)। বাপ্পি লাহিড়ির নাম শুনে পপ সম্রাট প্রশ্ন করেন, "আপনি কি সংগীত পরিচালক?" বাপ্পি লাহিড়ি বলেন, "হ্যাঁ, আমি 'ডিসকো ডান্সার' ছবির গান তৈরি করেছি।" পাল্টা উত্তরে 'পপ সম্রাট' বলেন, "তোমার 'জিমি জমি' গানটা আমার খুব ভাল লাগে। খুব পছন্দ।"


১৯৮২ সালে 'ডিসকো ডান্সার' (Disco Dancer) ছবির সংগীত পরিচালনা করেন বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri)। মিঠুন চক্রবর্তী অভিনিত সেই ছবিরই গান 'জিমি জমি' (Jimmy Jimmy)। অল্প সময়ের মধ্যে দেশ তথা বিশ্বে ছড়িয়ে পড়ে তাঁর এই গান। মধ্য ও দক্ষিণ এশিয়া, পূর্ব ও পশ্চিম আফ্রিকা, মধ্য-প্রাচ্য, পূর্ব এশিয়ায় 'জিমি জমি' (Jimmy Jimmy) মানুষের মুখে মুখে ঘুরতে থাকে।  রাশিয়াতেও ব্যাপক ভাবে প্রসিদ্ধি লাভ করে 'জিমি জমি' (Jimmy Jimmy)।


আরও পড়ুন: Babul Supriyo Paid Tribute To Bappi Lahiri: প্রিয় 'বাপ্পিদা'কে সেদিন কীভাবে 'গুন্ডা'দের থেকে বাঁচান বাবুল?


আরও পড়ুন: Sandhya Mukhopadhyay: সেদিন কিশোরী সন্ধ্যার গান শুনে কী করলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)