নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্তদের চিকিৎসায় এর আগেই যীশু সেনগুপ্তর উদ্যোগে খোলা হয়েছিল সেফ হোম। এবার 'ইয়াস' বিধ্বস্ত সুন্দরবন এলাকায় ত্রাণ পৌঁছনো ও বিনামূল্যে মেডিক্যল ক্যাম্পের ব্যবস্থা নিলেন যীশু। তবে শুধু যীশু সেনগুপ্তই নন, অভিনেতার এই উদ্যোগে সামিল হয়েছেন প্রযোজক অমিত গঙ্গোপাধ্যায়, সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, চিকিৎসক কিঞ্জল নন্দা, সুভদ্র দত্ত, অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবিষয়ে প্রযোজক অমিত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ''এটি মূলত যীশু সেনগুপ্তর উদ্যোগে করা হয়েছে। এছাড়াও আমরা আরও অনেকে রয়েছি। চিকিৎসকের একটা টিম রয়েছে। চিকিৎসক কিঞ্জল নন্দা, সুভদ্র দত্ত, এছাড়াও আর্জিকরের থার্ড ইয়ারের ইন্টার্ন কিছু চিকিৎসক রয়েছেন। গতকাল (বৃহস্পতিবার) পাথরপ্রতিমা ব্লকের গঙ্গাপুর গ্রামে গিয়েছিলাম। ওখানে জল ঢুকে সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে। আমরা ওখারকার স্থানীয় একটি সংস্থার সাহায্য নিয়ে প্রায় সাড়ে ৩০০ লোককে ত্রাণ দেওয়া হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য ছিল হেলথ ক্যাম্প করা। সেখানে প্রায় ৩৮০ জন লোক এসে ডাক্তার দেখিয়েছেন এবং বিনামূল্যে ওষুধ নিয়ে গিয়েছেন।'' 


আরও পড়ুন-করোনা আবহের মধ্যেই কি গোপনে বিয়ে সারলেন Shreema?



প্রযোজক অমিত গঙ্গোপাধ্যায় আরও জানান, আগামী ১৩ জুন আরও একটি জায়গায় ত্রাণ পৌঁছনোর ব্যবস্থা
  ও হেলথ ক্যাম্প করার কথা রয়েছে তাঁদের।


আরও পড়ুন-টিকা পাচ্ছেন না রেড ভলান্টিয়ার্স, ক্ষুব্ধ শ্রীলেখা, পাল্টা দেবলীনা