`আপনার কি মেরুদণ্ড নেই?` JNU কাণ্ডে চুপ থাকায় আক্রমণের মুখে অমিতাভ
সোমবার থেকে বিভিন্ন সময়ে আক্রমণের মুখে পড়তে হচ্ছে বিগ বি-কে
নিজস্ব প্রতিবেদন: রবিবার দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU) ক্যাম্পাসে হামলা চালায় একদল দুষ্কৃতী৷ JNU-এ হামলার ঘটনার বিরুদ্ধে গর্জে উঠেছেন সমাজের প্রায় সব স্তরের মানুষ৷ সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড সেলেব, JNU-এর ঘটনার প্রতিবাদে ঝড় উঠতে শুরু করেছে (Internet) ইন্টারনেটেও৷ শাবানা আজমি থেকে, (Swara Bhaskar) স্বরা ভাস্কর কিংবা তপসি পান্নু কিংবা অনিল কাপুর, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তীব্র নিন্দা করতে শুরু করেছেন সেলেবরা৷ (Bollywood) বলিউড তারকাদের প্রতিবাদের তালিকায় নাম নেই অমিতাভ বচ্চনের৷
আরও পড়ুন : 'চুপ কেন, কিছু তো বলুন', JNU কাণ্ডে নীরবতা নিয়ে অমিতাভকে বিঁধলেন নেটিজেনরা
রবিবার হাত জোড় করে এই ট্যুইট করেন বিগ বি৷ এরপর থেকেই তাঁর উপর চটতে শুরু করেন নেটিজেনদের একাংশ৷ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনায় (Amitabh Bachchan) অমিতাভ কেন মুখ বন্ধ করে রয়েছে, বিগ বি-র কি মেরুদণ্ড নেই বলে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে৷ কেউ কেউ বলতে শুরু করেন, এবার মানুষ জড়ো করে টাকা তুলতে হবে৷ সেই টাকা দিয়ে অমিতাভ বচ্চনের মেরুদণ্ডে অস্ত্রপচার করাতে হবে৷ আবার কেউ কেউ বলতে শুরু করেন, জমির সিনেমায় কাজ করেছেন অমিতাভ৷ অথচ প্রতিবাদের বেলায় নিজের পায়ের তলায় জমি কোথায় গেল বলে অনেকে আঙুল তুলতে শুরু করেন বিগ বি-র দিকে৷
যদিও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এখনও পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি অমিতাভ বচ্চনকে৷
আরও পড়ুন : অ্যাসিড আক্রান্তের লড়াইকে কুর্ণিশ, লক্ষ্মী অগরওয়ালের সঙ্গে ফটোশ্যুট দীপিকার
এদিকে, সোমবার 'মালাং'-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলেন (Anil Kapoor) অনিল কাপুর৷ তিনি বলেন, JNU-তে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক৷ অপরাধীদের চিহ্নিত করে, শিগগিরই তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে বলে সুর চড়ান অনিল কাপুর৷ বলিউডের এই বর্ষীয়ান অভিনেতার পাশাপাশি আদিত্য রয় কাপুরও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনার তীব্র প্রতিবাদ করেন৷