জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্য়ুরো: 'অলক্ষ্মীজ ইন গোয়া'-র সাফল্যের পর নতুন সিরিজ ‘রাজা রাণী রোমিও’ (Raja Rani Romeo) নিয়ে ফিরছেন পরিচালক জয়দীপ ব্যানার্জী (Joydip Banerjee)। আর সেখানেই মুখ্যচরিত্রে জনপ্রিয় জুটি হিসেবে প্রথমবার ওয়েব সিরিজে একসাথে দেখা যাবে মেয়েবেলা সিরিয়ালের জনপ্রিয় জুটি অর্পণ ঘোষাল আর স্বীকৃতি মজুমদারকে অর্থাৎ ‘মৌঝর’ জুটিকে। এই দুজনের প্রেমে তৃতীয় ব্যক্তিটি কে? সেখানেও রয়েছে চমক। ওয়েবে প্রথমবার দেখা যাবে টেলিভিশনের অতি পরিচিত মুখ জয়জিত ব্যানার্জিকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


পরিচালক জয়দীপ ব্যানার্জী জানিয়েছেন, ‘রাজা রাণী রোমিও মূলত একটি রোম্যান্টিক থ্রিলার, যে ঘরানার কাজ আমাদের চারপাশে আজকাল বিশেষ হয়না। এই গল্পটা মাথায় ছিলো বিগত প্রায় ছয় বছর ধরে, যদিও চিত্রনাট্য চূড়ান্ত করতে বেশ খানিক সময় এবং পরিশ্রম ব্যয় করতে হয়েছে আমাদের। বাংলার বটতলার সাহিত্য থেকে ৯০'জ এর বলিউড থ্রিলার, যাবতীয় 'পাল্প' শিল্পই হলো আমার এই সিরিজের অনুপ্রেরণা। এখানে চরিত্ররা জটিল, বহুমাত্রিক এবং অবশ্যই ধূসর। অভিনেতারা অত্যন্ত দক্ষতা এবং নৈপুণ্যের সাথে এই চরিত্রগুলিতে প্রাণ দিয়েছেন। আলাদা করে বলতেই হবে অনিরের চিত্রগ্রহণ এবং প্রান্জল দাসের সঙ্গীতের কথা, যা এই সিরিজটিকে অন্য মাত্রা দিয়েছে।‘


আরও পড়ুন: Animal Controversy: 'মেয়ে কান্নায় ভেঙে মাঝপথে হল ছেড়েছে'! সংসদে তীব্র চিৎকার আতঙ্কিত মায়ের


সিরিজের নায়ক অর্পণ ঘোষাল জানিয়েছেন, ‘রাজা, রাণী, রোমিও নির্দেশক জয়দীপ ব্যানার্জির সাথে আমার প্রথম কাজ। আমি সবসময়ই বিশ্বাস করি এই মাধ্যমে নির্দেশকই পুরো কাজের মেজাজ এবং ধরণ নির্দিষ্ট করে দেন। এক্ষেত্রে জয়দীপ দা শুরু থেকেই আমাদের সবাইকে খুব অনায়াসে নিজের ভাবনার সাথে জড়িয়ে নিয়েছিলো, ফলে শুটিং এ অনেক সময় বৃষ্টি বা অন্যান্য কারণে তাড়াহুড়ো হলেও অভিনেতা হিসেবে কখনও নিজেকে অবিশ্বাসী মনে হয়নি। আর আমার পুরোনো সহ-অভিনেতা স্বীকৃতি থাকায় আমি তো একটু বেশীই আত্মবিশ্বাসী ছিলাম, যদিও স্বীকৃতি এই কথাটা শুনে ভাববে আমি মজা করেছি। তবে এই শুটিং এ একটা সময় আমার নিজেরই মনে হচ্ছিলো শুট সম্ভব না, তার মূল কারণ বৃষ্টি, যার ফলে শুরুতেই দুটো দিন নষ্ট হয়ে যায়। তবু সেই অবস্থা থেকে নির্দিষ্ট সময়ে যে আমরা শিডিউল কমপ্লিট করতে পেরেছি তার মূল কারণ অভিনেতা এবং অবশ্যই ক্যামেরার পিছনের মানুষদের অক্লান্ত পরিশ্রম।‘


আরও পড়ুন: KIFF 2023: ‘স্কারলেট ব্লু’-র ফরাসি পরিচালিকা মজেছেন ‘নায়ক’ শাহরুখে


স্বীকৃতিকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি জানান, ‘রাজা রাণী রোমিও-তে আমার প্রথমেই যেটা দারুণ লেগেছিলো তা হলো গল্পের গভীরতা এবং অবশ্যই এর চিত্রনাট্য যা ক্রমাগত দর্শকের মনস্তত্ত্বকে প্রভাবিত করে। আমার চরিত্রেরও একটা অন্ধকার দিক ছিলো যা একজন অভিনেতার কাছে যতটা চ্যালেন্জিং ততটাই আকর্ষণীয়। তবে আমরা বেশ কিছুদিন ধরে ওয়ার্কশপ করেছিলাম যাতে সেটে কোনও অসুবিধা না হয় এবং এক্ষেত্রে অর্পণের মতো সহ অভিনেতা থাকায় আমার একটু বাড়তি সুবিধা হয়েছে। ওর সাথে আমার এটা দ্বিতীয় কাজ। দর্শক আমাদের জুটিকে বারবার একসাথে দেখতে চেয়েছিলেন, তারা অপেক্ষা করেছেন কবে আমরা পর্দায় ফিরবো। সত্যি বলতে আমিও চেয়েছিলাম কারণ প্রথমত সহ অভিনেতা হিসেবে অর্পণ আর আমার একটা কমফর্ট জোন আছে এবং দ্বিতীয়ত আমি প্রতিনিয়ত ওর থেকে নতুন কিছু শিখতে পারি।  মনে হয় এই সিরিজটা দেখে দর্শকেরা খুশি তো হবেনই, তবে একটা সারপ্রাইজও পাবেন। পরিচালক জয়দীপের সাথে এটা আমার প্রথম কাজ। এবং এটা একটা দারুণ অভিজ্ঞতা। জয়দীপদার গুণ হলো ওর প্রচন্ড ধৈর্য। ও জানে ও চরিত্রটা থেকে কি চাইছে কিন্তু একইসাথে ও অভিনেতাদের স্বাধীনতাও দিতে জানে। দারুণ লেগেছে ওর সাথে কাজ করে, ভবিষ্যতে ওর সাথে আবার কাজ করার ইচ্ছে আছে। নতুন প্ল্যাটফর্ম, ইউনিটে সকলেই নতুন মানুষ, ফলে একটা প্রাথমিক আশঙ্কা কাজ করছিলো। কিন্তু আমরা সকলে খুব অল্প সময়ের মধ্যেই বন্ধু হয়ে উঠেছিলাম। আর এটা না হলে হয়তো নির্দিষ্ট সময়ে এত প্রতিকূলতা বিশেষত লাগাতার বৃষ্টির মধ্যে আমরা শিডীউল শেষ করতে পারতামনা। প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করেছে, নিজের সেরাটা দিয়েছে ফলে এই সিরিজটা নিয়ে আমি প্রচন্ড আশাবাদী‘। পরিচালক জয়দীপ ব্যানার্জির এই নতুন ওয়েবসিরিজ আসতে চলেছে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)