নিজস্ব প্রতিবেদন: হাঁসখালি(Hanskhali), বোলপুর(Bolpur), পিংলা(pingla), নামখানা রাজ্যে একের পর এক ধর্ষণকাণ্ড। এরই মাঝে হাঁসখালির নির্যাতিতা সম্পর্কে মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়(Social Media)। প্রতিবাদে মুখর সমাজের সব শ্রেণির মানুষেরা। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। যখন হাঁসখালি থেকে পিংলা একাধিক ধর্ষণকাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি, তখন প্রতিবাদীদের একহাত নিলেন কবীর সুমন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যজুড়ে একাধিক ধর্ষণকাণ্ডে যাঁরা প্রতিবাদ করছেন তাঁদের বিরুদ্ধে বেনজির আক্রমণ কবীর সুমনের(Kabir Suman)। ধর্ষণের প্রতিবাদ তো দূরঅস্ত, প্রতিবাদীদের নপুংসক বলে কটাক্ষ করলেন তিনি। এমনকি ধর্ষণ নিয়ে যাঁরা প্রতিবাদ করছেন তাঁদের চাড্ডি ও মাকু বলেও ভর্ৎসনা করলেন কবীর। প্রতিবাদীদের ক্লোন বলেও কটাক্ষ করতে ছাড়লেন না কবীর সুমন। যে কবীর সুমন কামদুনি কাণ্ড নিয়ে পথে নেমেছিলেন ধর্ষণকাণ্ডে তাঁর এহেন মন্তব্য শুনে হতবাক সকলেই। বুধবার সোশ্যাল মিডিয়ায় কবীর সুমন লেখেন,'শুরু হয়ে গেছে ফোনে নপুংশকদের আক্রমণ 'রাজ্যজুড়ে ধর্ষণের' বিরুদ্ধে। রাজ্যজুড়ে। গলার আওয়াজ আর কথা শুনেই বোঝা যায় চাড্ডি+মাকু। পারফেক্ট ক্লোন। ব্লক করতে করতে ক্লান্ত।' 


এখানেই থেমে থাকেননি তিনি। পোস্টের কমেন্ট সেকশনে তিনি প্রতিবাদীদের 'রাজনীতিসচেতন বঙ্গমধ্যবিত্ত' বলে কটাক্ষ করেন। বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় কবীর সুমনকে দেখা গেছে বাংলার জাগ্রত বিবেকের ভূমিকায়। কিন্তু বর্তমানে আনিশকাণ্ড থেকে বগটুইকাণ্ড, কোনও অন্যায়ের বিরুদ্ধেই মুখ খুলতে দেখা যায়নি তাঁকে। এখন কি তাহলে ভেবেচিন্তে অঙ্ক কষে কিছু নির্বাচিত বিষয়েই তিনি সোচ্চার হন আজকাল? কিছুদিন আগেই বগটুইকাণ্ড নিয়ে তাঁর মতামত জানতে যখন জি ২৪ঘণ্টার ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী তাঁকে ফোন করেন তখন সেবিষয়ে কোনও মন্তব্য না করে কাফি রাগ শুনিয়েছিলেন শিল্পী। তবে এবার ধর্ষণের প্রতিবাদীদের নিয়ে তাঁর মন্তব্য দেখে কার্যত হতবাক সকলেই। 



আরও পড়ুন: Haskhali Rape Case: 'ফাঁসি চাই', হাঁসিখালিকাণ্ডে CBI তদন্তে 'বিচার' প্রার্থনা নির্যাতিতার মায়ের


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)