জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশ থেকে এসে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। এই ঘটনার পর থেকেই বদলের বাংলাদেশে ক্রমশই বাড়ছে ভারত বিদ্বেষ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। যেখানে বাংলাদেশের এক বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে আঁকা হয়েছে ভারতের পতাকা। আর সেটাকেই মাড়িয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকছেন সবাই। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ছিঃ ছিঃ রব। প্রতিবাদে নেমেছেন শুধু ভারতই নয়, শুভবুদ্ধিসম্পন্ন বাংলাদেশিরাও। এরপরেই সোশ্যাল মিডিয়ায় কবিতায় কবিতায় নিজের বক্তব্য তুলে ধরেন কবীর সুমন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Pakistan Unrest: উত্তপ্ত পাকিস্তান! স্তব্ধ জনজীবন, নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১১০...


২০১১ সালে যে বাংলাদেশি কিশোরীকে BSF জওয়ানরা গুলি করে হত্যা করেছিল ফেলানি খাতুন নামের এক যুবতীকে। এদিন সুমনের কবিতায় উঠে এল তাঁর কথা। পতাকাবিহীন এক অকল্পনীয় দেশ গড়ে ওঠার স্বপ্নের কথা উঠে এল তাঁর কবিতায়। শনিবার রাতে কবীর লেখেন, ‘কতগুলো উজবুক পতাকা মাড়ালো / বিজ্ঞরা তাই ব্লাড প্রেশার বাড়ালো। / পতাকার চেয়ে বড় ফেলানির বুক / সেটা তাক করেছিল কার বন্দুক। / কাঁটাতারে ঝুলছিল মেয়েটা আমার / দেশের বুলেট দেশপ্রেমের খামার। / কার দেশ কার ফ্ল্যাগ কার কাঁটাতার / কোথায় রইল ঝুলে ফেলানি আমার। / পরের জন্মে মেয়ে আমি আর তুমি / ফ্ল্যাগহীন কোনও দেশে খুঁজে পাবো ভূমি। / আমার সঙ্গে গান গাইবে তুমিও / গাইবে অন্য কোনও / জন্মভূমিও। পরের জন্মে যে ফেলানির বাবা হবে আর আবু সঈদের মতো ঘাতকের সামনে বুক পেতে দেবে। জয় ভালোবাসা।'


যাঁরা পতাকা মাড়ানোর মতো ঘৃন্য কাজ করেছেন তাঁদের উজবুক বলে আখ্যা দেন কবীর সুমন। রবিবার সকালে ফের একটি কবিতা লেখেন তিনি, তবে কোনও হিংসা বা বদলা নয়, প্রেমের কথা বলেন কিংবদন্তি। তিনি লেখেন, 'কোন পতাকায় লাথি দেয় কেউ / কোন পতাকায় ফুল / আমার প্রেমের পতাকা তোমার / এলোমেলো হওয়া চুল / পতাকায় নয় কিছুই শুরু / পতাকায় নয় শেষ / আমিই ভারতবর্ষ প্রিয়া / আমিই বাংলাদেশ / কারা করে কার অপমান প্রিয়া / কতগুলো উজবুক / আদরে আদরে এঁকে দেবো চলো / সবার দেশের মুখ / ভুলে যাই কেন একজন ক্রুশে / ঝুলেছেন একা একা / সকলের হয়ে, চলো প্রিয়তমা / যদি পাই তাঁর দেখা / তিনি বলবেন এসো হাত ধরো / শত্রুতা ভুলে যাও / পতাকার চেয়ে ভালবাসা বড় / প্রেমের গানটা গাও।'


আরও পড়ুন- Aishwarya Rai Divorce: নাম থেকে 'বচ্চন' পদবী বাদ দিলেন ঐশ্বর্য, অভিষেকর সঙ্গে বিচ্ছেদে সিলমোহর!


ভারত হোক বা বাংলাদেশ, বরাবরই রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব থেকেছেন কবীর। বাংলাদেশ যে কলকাতার মতোই তাঁর কাছের, তা বরাবরই বলেন তিনি। সাম্প্রতি সময়ে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে নানা ঘটনায় নিজের মত দিয়েছেন। জুলাইয়ের অভ্যুত্থান–পরবর্তী সময়েও নানা বিষয়ে সোচ্চার ছিলেন এই শিল্পী। এবার দুই দেশের উত্তপ্ত অবস্থায় ফের কলম ধরেছেন তিনি। তবে বিদ্বেষ নয়, প্রেমের কথা বললেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী। 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)