নিজস্ব প্রতিবেদন: রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন ভুবন বাদ্যকর(Bhuban Badyakar)। তাঁর লেখা সুর করা কাঁচা বাদাম(Kacha Badam) গান গেয়ে তাঁর খ্যাতি এখন বিশ্বজুড়ে। ইতিমধ্যেই সেই গান রেকর্ড করেছেন তিনি। সেই রেকর্ড করা গান ছড়িয়ে পড়েছে দেশ বিদেশের মাটিতে। তানজানিয়া থেকে ফ্রান্স, অনেক বিদেশি ইউটিউবারও এই গানে রিল বানিয়েছেন। বলিউড, টলিউডের একাধিক তারকা তাঁর গানে নেচে ভিডিও বানাচ্ছেন। সম্প্রতি ভুবন বাদ্যকর প্রতিযোগী হিসাবে এসেছিলেন দাদাগিরির(Dadagiri) মঞ্চে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গানের সাধারণ কথা আর সাধারণ সুরের জন্যই এই গান ভাইরাল(Viral) বলে মনে করেন নেটিজেনরা। গানের কথা,'এই বাদাম, হাঁসের পালক মাথার ছিড়া চুল/সিটি গোল্ডের চুড়ি মালা দিয়ে/মোবাইলের বডি ভাঙা দিয়ে বাদাম।/ মোবাইলের বডি গুলো পাঁচ টাকা দাম/পায়ে তোড়া হাতের বালা থাকে যদি /সিটি গোল্ডের চেন, দিয়ে যাবেন/তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন।/বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম,/আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম,/আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম।'


কখন কীভাবে এই গান বাঁধলেন ভুবন। দাদাগিরির মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের এই প্রশ্নের উত্তরে তিনি জানালেন এই গানের নেপথ্য়ের গল্প। তিনি বলেন, 'বীরভূমে আমার জন্ম। দাদা বৌদি, দাদাদের ছেলে, নাতি পুতি সবাইকে নিয়ে একটা ভাঙা ঘরেই থাকি। ছোট থেকেই খেটে খেয়েদি। একসময় দেখলাম সংসারে অভাব, প্রতিদিন খাটার কাজ পাচ্ছিলাম না। তাই বাদাম বেচতে শুরু করলাম। একদিন গুদামে গিয়ে দেখলাম, ভাঙা মোবাইল নিচ্ছে, ছেঁড়া চুল নিচ্ছে, হাঁসের পালক নিচ্ছে। গুদামে কথা বলে এলাম, এবার বাদাম বেচতে বেচতে বলতাম, চুড়ি মালা থাকলে, হাঁসের পালর থাকলে দিয়ে যাবেন তার বদলে বাদাম পাবেন। এরকম করতে করতেই হাঁসের পালক মাথার ছেঁড়া চুল বলতে বলতে দেখলাম তালে তালে হয়ে যাচ্ছে। সেখান থেকেই শুরু।'


আরও পড়ুন: Viral photo of Shah Rukh Khan: লম্বা চুল, কাঁচা পাকা দাঁড়ি, ভাইরাল শাহরুখ খানের ছবি, এই লুকের সত্যতা কী!



Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)