নিজস্ব প্রতিবেদন: গত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি বলিউডের বিখ্যাত অভিনেতা কাদের খান। রবিবার গভীর রাতে আচমকাই তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তাঁকে শ্রদ্ধা জানানোর হিড়িক পড়ে যায় নেটিজেনদের মধ্যে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: সিম্বার সাফল্য, মন্দিরে পুজো দিয়ে প্রসাদ বিতরণ করলেন সারা


কিন্তু সেই খবর আদৌ সত্যি নয়। এমনটাই জানিয়েছেন কাদের খানের ছেলে সরফরাজ খান। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে যাওয়ার পরই তিনি সংবাদসংস্থা পিটিআই-কে একথা জানান।


সরফরাজ ও তাঁর স্ত্রী শশীতা কানাডার বাসিন্দা। কাদের খানও সেখানেই ছেলে ও পুত্রবধূর সঙ্গেই থাকেন। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে তাঁকে ভর্তি করা হয় সেখানকার হাসপাতালে।


আরও পড়ুন: 'মৃণালদার জন্য কাঁদতেও খারাপ লাগে', বলেও চোখের জল বাদ মানলো না মমতা শঙ্করের


রবিবার গভীর রাতে হঠাত্ই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় যে কাদের খান প্রয়াত। হাসপাতালেই মৃত্যু হয়েছে ৮১ বছরের ওই অভিনেতার। কিন্তু এটা নিছকই গুজব বলে দাবি সরফরাজের। তাঁর বক্তব্য, তাঁর বাবার শ্বাসকষ্টজনিত সমস্যা আবারও বেড়েছে। তাই তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে।


জানা গিয়েছে, কাদের খান নিউমোনিয়ায় আক্রান্ত। তিনি ভালো করে কথাও বলতে পারছেন না। হাসপাতালে চিকিত্সকদের একটি দল তাঁর শারীরিক পরিস্থিতির উপর ২৪ ঘণ্টা নজর রেখেছে। এখনও পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে।


আরও পড়ুন: রাজামৌলির ছেলের বিয়ের সঙ্গীতে নাচলেন প্রভাস, রানা, স্ত্রীর সঙ্গে নাচলেন পরিচালকও


সরফরাজ জানিয়েছেন, তাঁর বাবার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। কিন্তু তিনি (কাদের খান) এখনই হাঁটতে পারছেন না। ভগ্নস্বাস্থ্যের কারণেই তিনি হাঁটতে পারছেন না। তবে শীঘ্রই কাদের হাঁটা শুরু করবেন বলে দাবি করেছেন তাঁর ছেলে সরফরাজ।