Kajal Aggarwal, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম নাম কাজল আগরওয়াল। ১৯ অক্টোবর, বুধবার ৬-এ পা দিল কাজলের ছেলে। নাহ, ৬ বছর নয়, মাস। ছেলে নীলের ৬মাস পূর্তি উপলক্ষে একটি ছবি শেয়ার করেছেন কাজল আগরওয়াল। ছেলের সঙ্গে অভিনেত্রীও মাতৃত্বের ৬ মাস পার করল। মাতৃত্বের উদযাপনে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন কাজল আগরওয়াল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কাজল লিখেছেন, 'জানি না, কীভাবে দ্রুত এই ৬ মাসে কেটে গেল। জীবনে গভীর পরিবর্তন এসেছে। আমি এখনও ভাবতে পারি না, কীভাবে ভীতু একজন যুবতী থেকে এক ধাক্কায় ওকে বুকে ধরে কীভাবে মায়ের দায়িত্ব পালন করব, ওর যত্ন নেব, সেটা শেখার চেষ্টা করছি। ওর প্রতি ভালোবাসা, ওর যত্ন নেওয়া, খেয়াল রাখা, এসব ক্ষেত্রে আমি কখনওই আপোস করি না। যদিও এটা অত্যন্ত চ্যালেঞ্জিং। আমি আর অন্যকোও ফরায়ে এই ক্ষণস্থায়ী মুহূর্তগুলি উপভোগ করার কথা কল্পনাও করতে পারিনি।'


আরও পড়ুন-'বাঙালি হয়ে হিন্দি বলছি, তোমাদের বাংলা শিখতে অসুবিধা?' ধমক দিলেন শর্মিলা


নিজের সন্তান, ছোট্ট নীলের উদ্দেশ্যে কাজল লিখেছেন, 'তুমি এখন মেঝের উপর চক্কর কাটতে পারো। বুক আর পেটে ভর করে বাঁ থেকে ডানে উল্টে যেতে পারো। আর এটাই সারা রাত ধরে এখন চলতে থাকে। তুমি এবার তোমার জীবনের প্রথম শীত উপভোগ করতে চলেছ, সমুদ্র প্রথমবার যাওয়া, প্রথমবার খাবার থেকে শুরু করা। তোমার বাবা আর আমি মজা করে বলি, তুমি পরের সপ্তাহেই কলেজ যাবে, কারণ, খুব অল্প সময়ে ভীষণই দ্রুত এগিয়ে যাচ্ছ। জীবনের প্রতিটি ছোট ছোট মুহূর্ত তুমি কীভাবে উপভোগ করো, দেখা অবাক হয়ে যাচ্চ। মা হওয়ার মধ্যে দিয়ে ঈশ্বর আমাকে গুরু দায়িত্ব দিয়েছেন। আমার জীবনের সবথেকে চ্যালেঞ্জিং কাজ, একইসঙ্গে সেরা পুরস্কারও বটে। শুভ ৬ মাস আমার ভালোবাসা, আমার বাচ্চা নীল।'


পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা



প্রসঙ্গত, ২০২০ সালের ৩০ অক্টোবক গৌতম কিচলুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন কাজল আগরওয়াল। বিয়ের ২ বছরের মাথায় মাতৃত্বের সুখবর দেন কাজল। প্রসঙ্গত কাজলের স্বামী গৌতম কিচলু পেশায় ব্যবসায়ী, ইন্টিরিয়র ডিজাইনার, ই-কমার্স প্ল্যাটফর্ম ডিসার্ন লিভিংয়ের মালিক।        


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)