নিজস্ব প্রতিবেদন: প্রত্যেকবারের মতোই এবারও দুর্গাপুজোর আনন্দে মেতে উঠল মুম্বইয়ের মুখার্জি পরিবার। হ্যাঁ, ঠিকই ধরেছেন। মুম্বইয়ের মুখার্জি পরিবার বলতে কাজল, রানি মুখার্জিদের বাড়ির পুজোর কথাই বলছি। প্রত্যেক বছরই ধুমধাম করে পুজো সেলিব্রেট করেন তাঁরা। এবারও তাঁর অন্যথা হল না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রত্যেকবারই দুর্গাপুজো উলক্ষক্ষে একত্রিত হয় গোটা মুখার্জি পরিবার। এবারও ষষ্ঠীদিনই মা তনুজা ও বোন তনিশাকে নিয়ে পুজো মণ্ডপে হাজির হয়েছিলেন কাজল। সেখানেই কাজল ও তনিশাকে দেখা গেল তুতো বোন শর্বাণী মুখোপাধ্যায় (অভিনেত্রী) ও ভাই সম্রাট মুখোপাধ্যায়ের সঙ্গে। সেই ছবি ও ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। এদিন কাজলকে দেখা গেল লাল কামিজ ও সাদা পালাজোতে আর তনিশার পরনে ছিল গোলাপি শাড়ি এবং তনুজা পড়েছি অফ হোয়াইট রঙের কাঁথাস্টিচের শাড়ি। শর্বাণী মুখোপাধ্যায়কে দেখা গেল কমলা পাড়ের সাদা ট্রাডিশনাল শাড়িতে। সম্রাট মুখোপাধ্যায়ের পরনে ছিল সবুজ পাঞ্জাবি।


আরও পড়ুন-সর্দার উদম সিংয়ের শ্যুটিং শুরুর আগে স্বর্ণ মন্দিরে প্রার্থনায় হাজির ভিকি



এদিন কাজলের হাতে দেখা যায় হলুদ রঙের একটি ব্যাগ, যেটা নাকি তাঁর বোন তনিশা তাঁর জন্যা বানিয়েছেন বলে জানান কাজল।




নিজের ইনস্টাগ্রামে দুর্গা পুজোর প্যান্ডেলের ছবিও শেয়ার করেন কাজল।




ষষ্ঠীর দিন অবশ্য মুখার্জি বাড়ির পুজোয় দেখা গেল না রানি মুখার্জি ও তাঁদের পরিবারকে।


আরও পড়ুন-কোন ছবির হাত ধরে ফের পর্দায় ফিরছেন? খোলসা করলেন শাহরুখ