নিজস্ব প্রতিবেদন: মাত্র একদিন আগেই মাকে হারিয়েছেন। সবথেকে কাছের মানুষকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। তবুও আবার রবিবার সকালেই হাজির হলেন শ্যুটিংয়ে। একেই হয়তবা বলে পেশাদারিত্ব, আবার জীবিকার প্রতি সততাও বলতে পারেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কাঞ্চন মল্লিকের মায়ের মৃত্যুর খবর ও পরদিন শ্যুটিংয়ে আসার কথা ফেসবুকে সকলের সঙ্গে শেয়ার করেছেন রুদ্রনীল ঘোষ। লিখেছেন, ''একজন অভিনেতা,কাঞ্চন মল্লিক। যার মা কাল পৃথিবী ছেড়ে চলে গেলেন। হাউহাউ করে কান্নায় ভেঙে পড়ল আমার কাঁধে মাথা রেখে। কিন্তু, জীবিকার কারণে মানুষকে হাসাতে আজ সকাল থেকে সে শুটিং ফ্লোরে। যন্ত্রণা ভোলার জন্য ২৪ ঘন্টাও কাটেনি। হ্যাঁ, অভিনেতারা ঠিক সহজ মানুষ নয়। হয়ত অন্য কিছু। ''


আরও পড়ুন-'পরিণীতা'র জন্য সেরার শিরোপা পেলেন শুভশ্রী, এল আরও অনেক পুরস্কার...



আরও পড়ুন-সুশান্ত 'দিল বেচারা'র শ্যুটিং সেটে সবথেকে বেশি 'ওমলেট ও চিজ' খেয়ে নিতেন: সঞ্জনা


রুদ্রনীল ঘোষের শেয়ার কথা এই পোস্টের নিচে অনেকেই নানান মন্তব্য করেছেন। অভিনেতা কাঞ্চন মল্লিকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর পাশাপাশি, তাঁর প্রয়াত মায়ের আত্মার শান্তি কামনাও করেছেন অনেকেই।




প্রসঙ্গত, বিভিন্ন ছবিতে 'কমেডি' চরিত্রে অভিনয়ের পাশাপাশি, টেলিভিশনেও বেশ জনপ্রিয়  কাঞ্চন মল্লিক। 


আরও পড়ুন-চিনা সংস্থা স্পনসর, সেরা অভিনেতার পুরস্কার ফেরালেন জিৎ