নিজস্ব প্রতিবেদন: ​কঙ্গনা রানাউতের সঙ্গে বিএমসির বিতর্ক অব্যাহত। বুধবার সকাল থেকেই কঙ্গনার মনিকর্ণিকা অফিসের সামনে হাজির হতে শুরু করেন বিএমসির কর্মীরা। বলিউড অভিনেত্রীর পালি হিলের ওই বাংলো এবং অফিস ভেঙে দেওয়া হবে বলে ক্রমাগত হুমকি দেওয়া হয়। শুরু করা হয় ভাঙচুরের কাজও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এরপরই কঙ্গনার অফিস নিয়ে গোটা দেশ জুড়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। কঙ্গনা রানাউতের বিএমসির অফিস নিয়ে যখন জোর তোড়জোড় শুরু হয়ে যায়, সেই সময় পালটা টুইট করেন বলিউড কুইন।


আরও পড়ুন : ​'রক্ষা করুন অফিস', হুমকির পর কঙ্গনার মনিকর্ণিকা ফিল্মস ভাঙতে হাজির বিএমসি!


কঙ্গনার অফিসে কীভাবে বিএমসির তরফে ভাঙচুর চালানো হচ্ছে, সেই ছবি নিজের টুইটার হ্যান্ডেলে প্রকাশ করেন কঙ্গনা। পাশাপাশি লেখেন, গণতন্ত্রের মৃত্যু। মুম্বইকে ফের পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেন কঙ্গনা।


দেখুন...


 




শুধু তাই নয়, নিজের মুম্বইয়ের অফিসকে রাম মন্দিরের সঙ্গে তুলনা করেন কঙ্গনা রানাউত। পাশাপাশি তাঁর রাম মন্দিরের মতো অফিসকে ভাঙচুরের জন্য হাজির হয়েছেন বাবর। এমনও দাবি করেন অভিনেত্রী।


এদিকে আগামী ৩০ সেপ্টেম্বরের আগে কঙ্গনার অফিসে কোনও ভাঙচুর চালানো যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় বম্বে হাইকোর্টের তরফে।