নিজস্ব প্রতিবেদন: নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের ঘটনায় বলিউডের আরও একজনকে পাশে পেলেন তনুশ্রী দত্ত। বলিউডে বরাবরই স্পষ্ট বক্তা বলেই পরিচিত কঙ্গনা। তিনিও কোনও কিছুকে বিশেষ ভয় করেননা। তাই তনুশ্রীর এধরনের সাহসি পদক্ষেপে বেশ খুশি কুইন অভিনেত্রী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রীর মুখ খোলার ঘটনায় কঙ্গনার স্পষ্ট জবাব, '' আমি ঠিক কী ঘটেছিল, সেই ঘটনার বিচার করতে পারি না তবে আমি ওর সাহসিকতার প্রশংসা করি, যে তনুশ্রী কোনও কিছুকে ভয় না পেয়ে ওর যৌন হেনস্থার বিষয়ে মুখ খুলেছেন। এটা তাঁর মৌলিক অধিকার, যে ও তাঁর সঙ্গে ঘটা ঘটনা নিয়ে মুখ খুলেছে। ওর এই পদক্ষেপ সকলকে সচেতন করে তুলবে। ''


এদেশে প্রত্যেক পরিবারেই মেয়েদের তুলনায় ছেলেদের বেশি প্রশ্রয় দেওয়া হয়। এপ্রসঙ্গে কঙ্গনা বলেন, '' 'রাজা' বেটাকেও ( পুরুষদের উদ্দেশ্যে রাজা শব্দ ব্য়বহার করেন কঙ্গনা) কখনও কখনও মুখের উপর 'না' বলা উচিত। তবে আমাদের সমাজব্যবস্থার জন্য মা-বাবারা তাঁদের 'রাজা' বেটাকে এই কথাটা বলতে পারেন না। তাদেরও জানা উচিত পুরুষ ও মহিলাদের উভয়েরই সমান মৌলিক অধিকার রয়েছে। ''


আরও পড়ুন- মনীষার সঙ্গে প্রেম, আয়েশা জুলকার সঙ্গে সহবাস করতে গিয়ে ধরা পড়েন বিবাহিত নানা পাটেকর



আরও পড়ুন-তনুশ্রীর যৌন হেনস্থার ঘটনায় সমর্থন করেও প্রশ্নের মুখে টুইঙ্কেল


প্রসঙ্গত, ২০০৮ সালে 'হর্ন ওকে প্লিস' শ্যুটিংয়ের সময় শ্যুটিং সেটে সকলের সামনে নানা পাটেকর তাঁর সঙ্গে অভব্য আচরণ করে বলে অভিযোগ এনেছেন তনুশ্রী দত্ত। যেকারণে তিনি ওই সিনেমা থেকে বেরিয়েও আসেন। তবে এখানেই শেষ নয়, পরে গুণ্ডা লাগিয়ে তনুশ্রীর গাড়িতে নানা পাটেকর ভাঙচুরও করার বলে অভিযোগ। নানা পাটেকরের বিরুদ্ধে কঙ্গনার আনা এই অভিযোগ ঘিরে সরগরম হয়ে ওঠে বি-টাউন। তবে এই ঘটনায় কঙ্গনার পাশে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, পরিণীতি চোপড়া, ফারহান আখতার, রবিনা ট্যান্ডন, রিচা চাড্ডা, স্বরা ভাস্কর, টুইঙ্কেল খান্নার মত ব্যক্তিত্ব। যদিও তনুশ্রী এধরনের অভিযোগ অস্বীকার করে তাঁকে আইনি চিঠি পাঠানোর হুমকিও দেন নানা পাটেকর। তবে তনুশ্রী জানিয়েছেন, তাঁর কাছে এধরনের কোনও আইনি চিঠি আসেনি। তিনি লোকের চোখে পট্টি পরাতে মিথ্যে কথা বলছেন।