বলিউডের বহু নায়কের যৌন লালসার শিকার হয়েছি, পায়েলের সমর্থনে সুর চড়ালেন কঙ্গনা
আর তারপরেই `কুইন`-এর দাবি, বলিউডের অনেক নায়কের যৌন লালসার শিকার হয়েছেন তিনিও।
নিজস্ব প্রতিবেদন : অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন অভিনেত্রী পায়েল ঘোষ। তাঁর এই অভিযোগের পরই ফের তোলপাড় হয়েছে বি-টাউন। পায়েলের সমর্থনে পুরনো বন্ধু অনুরাগ কাশ্যপের গ্রেফতারের দাবি তুলতেও ছাড়েননি কঙ্গনা রানাউত। আর তারপরেই 'কুইন'-এর দাবি, বলিউডের অনেক নায়কের যৌন লালসার শিকার হয়েছেন তিনিও।
কঙ্গনা টুইটে লেখেন, ''পায়েল ঘোষ আজ যা বলছেন, বলিউডের বহু বড় বড় নায়ক, আমার সঙ্গেও ঠিক একই কাজ করছেন। আমচকাই ভ্যান বা ঘরের দরজা লক করার পরে নিজেদের যৌনাঙ্গ দেখিয়েছেন, কিংবা কোনও পার্টির ডান্স ফ্লোরে বন্ধুত্বপূর্ণ নাচের সময় মুখের মধ্যে জিভ স্পর্শ করিয়েছেন। অ্যাপয়েনমেন্ট নিয়ে কাজের জন্য বাড়িতে ডেকে নিজেকে তোমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা… ''
এখানেই শেষ নয়, কঙ্গনার আরও অভিযোগ, ''গোটা বলিউড যৌন শিকারিতে পূর্ণ। তাঁরা নামেই বিয়ে করেন আর আশা করেন, রোজ নতুন, অল্প বয়সী মেয়েরা তাঁদের খুশি করবেন। অল্প বয়সী ছেলেদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। আমি আজ প্রতিষ্ঠিত, আমার হয়ত বলার দরকার নেই, তবে অনেক মেয়েরই পায়েল ঘোষের মতো পরিস্থিতি হয়।''
এখানেই শেষ নয়, কঙ্গনা আরও লেখেন, ''অনুরাগ এমনটা করে থাকতেই পারেন, যেটা পায়েল ঘোষ ওর সঙ্গে ঘটেছে বলে দাবি করেছেন। অনুরাগ তাঁর প্রত্যেক পার্টনারকে প্রতারিত করেছেন, একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। প্যান্থম (অনুরাগের প্রাক্তন প্রযোজক সংস্থা) তো পুরো অসৎ চরিত্রের লোকজনে ভরপুর। আমি আগেও ওই সব নির্যাতিতাদের সমর্থন করেছি, আজও করব। স্বাধীনচেতা আমার বিরুদ্ধে প্রচার করতেই পারে।''
এদিকে তাঁর পাশে দাঁড়ানোর জন্য কঙ্গনাকে ধন্যবাদ জানিয়েছেন পায়েল ঘোষ।
যদিও পায়েলের আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অনুরাগ কাশ্যপ। এই পরিস্থিতিতে তিনি পাশে পেয়েছেন তাপসী পান্নু, স্বরা ভাস্কর, হনসল মেহেতাদের।