Kangana Ranaut: অস্কার ও গ্র্যামির মঞ্চে স্মৃতিচারণায় ব্রাত্য সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, সরব কঙ্গনা
কী বললেন বলিউডের `কুইন`?
নিজস্ব প্রতিবেদন: দুঃখের হলেও সত্য়ি! সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বিশ্বের দুই সম্মানীয় অ্যাওয়ার্ড অস্কার (Oscar 2022) এবং গ্র্যামি (Grammys 2022)-র মঞ্চে ব্রাত্য প্রয়াত সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। যা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। এবার এই বিষয়ে মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)।
তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে দুই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের উপর ক্ষোভ উগরে দিলেন বলিউডের 'কুইন'। 'ভারত রত্ন' প্রয়াত লতা মঙ্গেশকরকে (Bharat Ratna Lata Mangeshkar) শ্রদ্ধা না জানানোয় এবং তাঁর স্মৃতিচারণা না করায়, দুই অ্যাওয়ার্ড অনুষ্ঠান বয়কটের দাবি জানালেন তিনি।
সাত দশকেরও বেশি সময় প্লেব্যাক করেছেন লতা মঙ্গেশকর (Bharat Ratna Lata Mangeshkar)। তাঁকে ট্রিবিউট জানানো কেন হল না গ্র্যামির মঞ্চে, তা নিয়েই সরব হয়েছে নেটিজেনরাও। বেশ মনখারাপ লতা মঙ্গেশকরের ফ্যানেদের। এক নেটিজেন লিখেছেন,'ইন মেমোরিয়ম সেকশনে কীভাবে আপনারা লতা মঙ্গেশকরকে বাদ দিলেন?'অন্য এক নেটিজেন লিখেছেন,'৮০ বছরে ৫০ হাজার গান গেয়েছেন লতা মঙ্গেশকর। তাঁকে গ্র্যামির মঞ্চে ভুলে যাওয়া লজ্জাজনক ব্যাপার।'