জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর হাতে গোনা কিছুদিন তারপরই মুক্তি পেতে চলেছে কঙ্গনা রানাওয়াতের আসন্ন ছবি 'ইমার্জেন্সি'। বর্তমানে ছবির প্রচারে অত্যন্ত ব্যস্ত অভিনেত্রী। এরকমই এক প্রচার মূলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিনি জানান, করন জোহরকে তাঁর ছবিতে কাস্ট করতে ইচ্ছুক তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Aparna Sen: নারীসুরক্ষার ইস্যুতে মুখ্যমন্ত্রীকে চিঠি! 'আমাদের উদ্দেশ্য কারোর পদত্যাগ নয়', বললেন অপর্ণা...


স্পষ্টভাষী কঙ্গনার মন জয় করা যে 'বাঁয়ে হাত কা খেল' না তা বলার অপেক্ষা রাখেনা। মিষ্টি কথায় ভোলার পাত্রী যে তিনি নন্ তা বলার অপেক্ষা রাখেনা।  আর মাত্র কয়েক দিন পরেই মুক্তি পেতে চলেছে তাঁর আসন্ন ছবি 'ইমার্জেন্সি'। বর্তমানে ছবির প্রচারে অত্যন্ত ব্যস্ত অভিনেত্রী। ছবির প্রচার করতেই তিনি হাজির হয়েছিলেন 'ইন্ডিয়ান আইডল ১৫'- এ মঞ্চে। সেখানেই এক প্রতিযোগী তাঁকে পরিচালক-প্রযোজক করণ জোহরের প্রসঙ্গে একটি  প্রশ্ন করেন করণ ও কঙ্গনার মধ্যের বিতর্ক নিয়ে। সেই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান তিনি করণকে নিয়ে ছবি বানাতে চান। অভিনেত্রী আরও বলেন করণকে খুব ভালো একটা চরিত্র দেবেন তিনি কিন্তু সেখানে ননদ বা শাশুড়ি, বৌমার চুগলিবাজির গল্প হবে না। সেখানে ভালো একটা চরিত্র করণকে দেওয়া হবে।


আরও পড়ুন- Ritabhari Chakraborty Wedding: বিয়ের পিঁড়িতে ঋতাভরী! কবে, কোথায় বসছে বিয়ের আসর?



এক সাক্ষাৎকারে, কঙ্গনাকে তাঁর আগের করা একটি মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন তিনি করণ জোহরকে তাঁর বায়োপিকে স্টেরিওটাইপিক্যাল ভিলেনের চরিত্রে দেখাবেন। সেই মন্তব্যের সূত্র ধরেই অভিনেত্রী বলেন, এবার তাঁর বায়োপিকে আরও বড় ধরনের ভিলেন থাকবে, কোন ছোটোখাটো ভিলেন আর থাকবেনা। তাঁকে এও বলতে শোনা যায় তাঁর জীবনে এখন এর থেকেও বড় ভিলেন রয়েছে। প্রসঙ্গত, ২০১৭ সালের 'কফি উইথ করণ'-এ গিয়ে কঙ্গনা  'নেপটিজমের পতাকাধারী' এবং 'মুভি মাফিয়া' -সহ আরও নানা কথা বলে করণকে কটাক্ষ করেছিলেন। 


আরও পড়ুন-  Priyanka Chopra | wildfires in Hollywood : দাউ দাউ করে জ্বলছে 'হলিউড', দাবানলে পুড়ে ছাই একাধিক তারকার বাড়ি, আতঙ্কে প্রিয়াঙ্কা...



কঙ্গনা তাঁর নতুন ছবি ইমার্জেন্সিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি গত বছরের সেপ্টেম্বরে মুক্তি হওয়ার কথা থাকলেও সেন্সর বোর্ডের ছাড়পত্র না থাকায় ছবিটি অবশেষে নানা বিতর্কের পর ১৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)