ফাঁস হলেন `মনিকর্নিকা`র কঙ্গনা!
নিজস্ব প্রতিবেদন: কঙ্গনা রানাওয়াতের শেষ মুক্তি পাওয়া বলিউড ফিল্ম 'সিমরন'। সিমরন বলিউডে সেভাবে জায়গা না করে নিলেও সিমরনের মু্ক্তির সঙ্গে সঙ্গেই কঙ্গনা ব্যস্ত হয়ে পড়ছেন তাঁর আপকামিং ফিল্ম 'মনিকর্নিকা : দ্যা কুইন অফ ঝাঁসি' নিয়ে। এই ফিল্ম নিয়ে আবার কঙ্গনা অত্যন্ত আশাবাদী।
পর্দায় ঐতিহাসিক ঝাঁসির রানির চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। ফিল্মে ঝাঁসির রানির ছেলেবেলা থেকে যুদ্ধক্ষেত্রে তলোয়ার চালানো, বেশিরভাগ শ্যুটিং-ই হয়েছে জয়পুরে। ফিল্মটি মুক্তি পাওয়ার কথা ২০১৮-র ২৭ এপ্রিল। তবে তার আগে ইন্টারনেটে ভাইরাল হয়েছে কঙ্গনার 'মনিকর্নিকা'র শ্যুটিং-এর দৃশ্য।
দেখুন সেই ছবি...
প্রসঙ্গত, এই সিনেমার মাধ্যমেই বলিউডে পা রাখছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন গার্লফ্রেন্ড অঙ্কিতা লোখান্ডে। এখানে 'ঝলকারি বাঈ'-এর চরিত্রে দেখা যাবে তাঁকে। তাই এই সিনেমা অঙ্কিতার কাছেও ভীষণ গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন- তৈমুর না থাকলে ভালোই লাগে, নিজের সঙ্গে সময় কাটাতে পারি : সইফ