কঙ্গনার দিদির উপর অ্যাসিড হামলা, ভয়ে কুকড়ে যান রঙ্গোলি
ছপক-এর জন্য় দীপিকাকে ধন্যবাদ জানান কঙ্গনার দিদি
নিজস্ব প্রতিবেদন: অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী অগরওয়ালের জীবন নিয়ে সিনেমা 'ছপক' তৈরি করেছেন পরিচালক মেঘনা গুলজার৷ যেখানে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মীর চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাডুকন৷ যে সিনেমা নিয়ে ইতিমধ্যেই গোটা দেশে তোলপাড় শুরু হয়েছে৷ এবার অ্যাসিড হামলা নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাউতের দিদি (Rangoli Chandel) ঙ্গোলি চান্দেল৷
আরও পড়ুন : JNU-এ ABVP-SFI-এর 'গ্যাঙওয়ার' জাতীয় সমস্যা নয়, দীপিকাকে খোঁচা কঙ্গনার
দীপিকা সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ের পর ট্যুইটার হ্য়ান্ডেলে নিজের জীবনের অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন রঙ্গোলি৷ তিনি জানান, কলেজে পড়াকালীন তাঁরই একবন্ধু বিয়ের প্রস্তাব দেন তাঁকে৷ কিন্তু সেই বন্ধুর উপর তাঁর আলাদা করে কোনও অনুভূতি ছিল না৷ ফলে বিয়ে করবেন না বলে ওই বন্ধুকে স্পষ্ট জানিয়ে দেন রঙ্গোলি৷ বাড়ির কাউকে ওই ঘটনার কথা না জানিয়ে মহিলাদের হস্টেলে থেকে পড়াশোনা করতে চলে যান তিনি৷ এসবের মাঝে বায়ুসেনায় কর্মরত এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে ঠিক করা হয় পরিবারের তরফে৷ তাঁর বিয়ের কথা জানতে পেরেই ওই ব্যক্তি একদিন হস্টেলে হাজির হন৷ দরজা খোলার সঙ্গে সঙ্গে তাঁর মুখে এরপর (Acid attack) অ্যাসিড ছুড়ে মারা হয়৷ তারপরই শেষ হয়ে যায় সবকিছু৷
হামলাকারী অবিনাশ শর্মার কথা তিনি যদি আগে থেকে বাড়ির লোককে জানাতেন, তাহলে হয়ত এই ঘটনা ঘটত না বলে মন্তব্য করেন রঙ্গোলি চান্দেল৷
প্রসঙ্গত পরিচালক মেঘনা গুলজার অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী অগরওয়ালের জীবন নিয়ে সিনেমা তৈরি করায়, তাঁকে এবং দীপিকা পাডুকনকে অনেক আগেই ধন্যবাদ জানান (Kangana Ranaut) কঙ্গনা রানাউতের দিদি রঙ্গোলি চান্দেল৷