নিজস্ব প্রতিবেদন : কঙ্গনা রানাওয়াত নন, তিনি ঝাঁসির রানি লক্ষীবাই।  মঙ্গলবার এক্কেবারে ঝাঁসির রানির লুকেই মনিকর্ণিকা: দ্যা কুইন অফ ঝাঁসির ট্রেলার লঞ্চ ইভেন্টে হাজির হয়েছিলেন কঙ্গনা। ২০১৯, নতুন বছরের শুরুতেই দর্শকদের সামনে ঝাঁসির রানি রূপে হাজির হবেন কঙ্গনা। ছবিটি মুক্তি পাচ্ছে ২৫ জানুয়ারি। তার আগে ১৮ ডিসেম্বর হল ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে কঙ্গনার সঙ্গে হাজির ছিলেন ছবির পরিচালক কৃষ, অঙ্কিতা লোখান্ডে, যীশু সেনগুপ্ত, সঙ্গীত পরিচালক শঙ্কর মহাদেবন সহ অন্যান্যরা। দেখুন মনিকর্ণিকার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের কিছু ঝলক...


আরও পড়ুন-ঝাঁসির রানি লক্ষ্মীবাইয়ের রণংদেহি রূপে ভয় ধরাচ্ছেন কঙ্গনা




এদিন ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন কঙ্গানার বাবা অমরদীপ রানাওয়াত ও মা আশা রানাওয়াত। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে মঞ্চের মধ্যেই ছবির গল্পের লেখক কে ভি বিজয়েন্দ্র প্রসাদের পা ছুঁয়ে প্রণাম করেন কঙ্গনা। প্রসঙ্গত, কে ভি বিজয়েন্দ্র প্রসাদই 'বাহুবলী' গল্পও লিখেছিলেন। 


আরও পড়ুন- অন্ধ শিশুদের স্কুলে হাজির ঐশ্বর্য








ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সবথেকে সুন্দর পোজে নজর যিনি নজর কাড়লেন সে হল ছবির ছোট্ট অভিনেতা। যাঁকে লক্ষ্মীবাইয়ের ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা গেল ছোট্ট অভিনেতাকে।


আরও পড়ুন-ধরা পড়ে গেলেন! রাত ২টো পর্যন্ত কার্তিকের সঙ্গে সময় কাটাচ্ছেন অনন্যা




'মঙ্গলবার মনিকর্ণিকা: দ্য়া কুইন অফ ঝাঁসি' ছবির ট্রেলার উঠে এসেছে লক্ষ্মীবাইয়ের সেই রণংদেহি মূর্তি। যেখানে তিনি ঝাঁসির রানি রূপে মুগ্ধ করছেন কঙ্গনা। ছবিটি নতুন বছরে অন্যতম বিগ বাজেট ছবি। ছবিটিতে লক্ষ্মী বাঈ রূপী কঙ্গনা ছাড়াও নজর  ঝলকারি বাই রূপে দেখা মিলেছেন অঙ্কিতা লোখান্ডের। লক্ষ্মীবাঈয়ের স্বামী গঙ্গাধর রাওয়ের চরিত্রে দেখা দিয়েছেন যীশু সেনগুপ্ত। 


আরও পড়ুন-''অভিষেক অপদার্থ, বাবার খ্যাতিতে সুন্দরী বৌ পেয়েছেন'', আক্রমণের মুখে অভিষেক