নিজস্ব প্রতিবেদন: অভিনেত্রী এবং সঞ্চালিকা, দুই ভূমিকাতেই যথেষ্ট সফল করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। এবার নতুন ভূমিকায় আবির্ভূত হতে চলেছেন করিনা। এবার তিনি লেখিকার ভূমিকায়। হবু মায়েদের জন্য বই লিখে ফেলেছেন বেবো।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করিনার লেখা নতুন বইয়ের নাম ''করিনা কাপুর খান'স প্রেগনেন্সি বাইবেল'' (kareena kapoor khan pregnancy bible)। ২০ ডিসেম্বর তৈমুরের ৪ বছরের জন্মদিনে নিজের লেখা বইয়ের কথা প্রকাশ্যে এনেছেন বেবো। ইনস্টাগ্রামে বইয়ের কভার পেজটি শেয়ার করে করিনা লিখেছেন, ''হবু মায়েরদের জন্য নতুন বইয়ের কথা ঘোষণার, এর থেকে ভালো দিন আর হতে পারে না। সকালের অসুস্থতা থেকে ডায়েট, ফিটনেস, সবকিছুই এই বইয়ের মধ্যে দিয়ে আমি বলব। এই বইটি আপনারা কখন পড়বেন, সেই অপেক্ষাতে আছি। এটি ২০২১ এ প্রকাশিত হবে।''


আরও পড়ুন-''ধর্মন্তরিত হতে রাজি না হওয়ায় Divorce-এর হুমকি'', ফের বিস্ফোরক ওয়াজিদ খানের স্ত্রী



আরও পড়ুন-''তোমাকে মারলে লোকে আমায় অভিশাপ দেবে'', শ্যুটিংয়ে Sonu Sood-কে বললেন Chiranjeevi


বইটির প্রকাশকদের একজন জানাচ্ছেন, ''গর্ভাবস্থায় হবু মায়েদের কী কী লক্ষণ থাকে। তাঁদের কী ধরনের এক্সারসাইজ করা দরকার, বাচ্চাদের সুস্থ রাখতে কীকী করা প্রয়োজন, তার সবকিছুই এই বইয়ে লিখেছেন করিনা, এবং তা চিকিৎসাবিজ্ঞান মেনেই লেখা হয়েছে।''


করিনা (Kareena Kapoor Khan) বলেন, ''আমার মনে হয় মাতৃত্ব খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। আমাদের এই সময়টাতে সক্রিয় থাকা দরকার। যা কিছু স্বাস্থ্যকর সেভাবেই চলা উচিত। খুশি থাকা উচিত। আমি কীভাবে আমার গর্ভাবস্তায় নিজেকে পরিচালনা করেছি। তার সবকিছুই আমি এই বইতে বলব। আশাকরি, হবু মায়েদের এই বইটি খুবই সাহায্য করবে।''