ওয়েব ডেস্ক : সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হলেন বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহর। টুইটারে বেস লম্বা-চওড়া এক পোস্ট করে ফ্যানদের সঙ্গে বাবা হওয়ার আনন্দ শেয়ার করেছেন পরিচালক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করণ লিখেছেন, "আমার জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত। আমার জীবনে এসেছে আমার দুই সন্তান, রুহি ও যশ। ওরা আমার হৃদয়ের টুকরো।" সেইসঙ্গে করণ জানিয়েছেন, তাঁর সন্তানেরা 'চিকিত্সা বিজ্ঞানের বিস্ময়'। ধন্যবাদ জানিয়েছেন সেই সারোগেট মাদারকেও। পরিচালক জানিয়েছেন, তাঁর ভবিষ্যত্ পরিকল্পনায় এই মুহূর্তে কোনও শ্যুটিং নেই। তাঁর অগ্রাধিকারে এখন শুধুই তাঁর সন্তানেরা ও পরিবার। তাঁদের বড় করে তোলা।



করণকে শুভেচ্ছা জানিয়েছেন তুষার কাপুর। কয়েক মাস আগে যিনি নিজেও সিঙ্গল ফাদার হয়েছেন। তুষার লিখেছেন,



আরও পড়ুন, সানি লিওন এবার মোবাইল চ্যাটেও