নিজস্ব প্রতিবেদন : দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুরদের পর এবার করণ জোহরকে সমন পাঠাতে পারে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ২০১৯ সালে করণের বাড়িতে যে পার্টির আয়োজন করা হয়, সেখানে কি মাদক সেবন চলছিল, তা খতিয়ে দেখতেই বলিউডের এই জনপ্রিয় পরিচালককে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত ২০১৯ সালে করণ জোহরের বাড়িতে যে পার্টির আয়োজন করা হয়, সেখানে হাজির ছিলেন দীপিকা পাড়ুকোন, বিকি কৌশল, শাহিদ কাপুর, অর্জুন কাপুর, রণবীর কাপুর, মালাইকা অরোরা, বরুণ ধাওয়ান, নাতাশা দালাল, জোয়া আখতাররা। করণের বাড়ির ওই পার্টির জেরেই এবার এনসিবির সমন পৌঁছতে পারে পরিচালকের বাড়িতে।


আরও পড়ুন : 'সাধুবাবারা' যখন নেশা করেন, তখন কেন কিছু বলা হয় না! দীপিকার সমর্থনে চড়ছে সুর


এদিকে শুক্রবার করণের ধর্মা প্রোডাকশনের ডিরেক্টর ক্ষীতিশ রবি প্রসাদের বাড়িতে তল্লাসি শুরু করে এনসিবি। তাঁর বাড়ি থেকে গাঁজা-সহ বেশ কিছু নেশার জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। এরপরই ক্ষীতিশ প্রসাদকে তুলে নিয়ে যায় এনসিবি। জিজ্ঞাসাবাদের সময় ক্ষীতিশ প্রসাদ বলিউডের বেশ কয়েকজন তারকার নাম করেছেন বলে খবর। শিগগিরই বলিউডের ওই প্রথম সারির তারকাদের সমন পাঠানো হতে পারে বলে খবর।