নিজস্ব প্রতিবেদন : ৩৯-এ পা দিলেন বলিউডের ব্ল্যাক বিউটি বিপাশা বসু। বি-টাউনে বিপাশা ও করণ সিং গ্রোভার অন্যতম আলোচিত জুটি। মাঝে মধ্যেই পেজ থ্রির খবরের শিরোনামে উঠে আসতে দেখা যায় এই জুটিকে। আর বিপসের জন্মদিন হাবি করণ সিং গ্রোভার সেলিব্রেট করবেন না, তা কখনও হয়!  রবিবার (৭ জানুয়ারি) স্ত্রীর ৩৯ তম জন্মদিনে স্পেশাল কেক নিয়ে হাজির হয়েছিলেন করণ। আর সেই কেক কেটেই নিজের জন্মদিন সেলিব্রেট করলেন বনি (বিপাসার ডাক নাম)। তবে একটা নয়, দু'দুটো কেক কাটতে দেখা গেল 'জিসম' অভিনেত্রীকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন কেক কাটার সময় করণ ছাড়াও বিপাশার পরিবারের অন্যান্য সদস্যদেরও উপস্থিত থাকতে দেখা যায় সেখানে। দেখুন সেই সেলিব্রেশন...



তবে জন্মদিনের সেলিব্রেশন যতই থাক না কেন, এদিনও জিমে যেতে কিন্তু ভোলেননি স্বাস্থ্য সচেতন বিপাশা ও করণ জুটি। জিমের বাইরে ধরা পড়েন পাপারাজ্জির ক্যামেরায়।




আরও পড়ুন- 'শ্রীকান্ত' হৃত্বিকের 'রাজলক্ষী' হচ্ছেন ওপার বাংলার জ্যোতিকা জ্যোতি