নিজস্ব প্রতিবেদন: ​মঙ্গলবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে যখন পৌঁছন রিয়া চক্রবর্তী, তখন থেকেই আলোচনার কোন্দ্রে উঠে আসে তাঁর টি-শার্ট। যেখানে লেখা ছিল, 'গোলাপ লাল, বেগুনি নীল, এসো আমি আর তুমি ধ্বংস করি পিতৃতন্ত্রকে।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : NCB-র অফিস থেকে বাইকুল্লা জেলে পৌঁছলেন রিয়া চক্রবর্তী


মঙ্গলবার রিয়া চক্রবর্তীর টি-শার্ট যখন আলোচনার কেন্দ্রে উঠে আসে, সেই সময় অভিনেত্রীর হয়ে গলা ফাটাতে শুরু করেন বলিউডের একাধিক সেলেব। মালাইকা অরোরা থেকে সোনম কাপুর কিংবা অভয় দেওল এবং করিনা কাপুর খান, রিয়ার জন্য শুরু হয় 'জাস্টিস ফর রিয়া' ক্যাম্পেইন। যা নিয়ে ইতিমধ্যেই ফের একদফা জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মহলে।


বিদ্যা বালান...


 



সোনম কাপুর...


 



শ্বেতা বচ্চন...


 



শিবানী দান্ডেকর...


 



দিয়া মির্জা...


 



করিনা কাপপুর খান...



এদিকে মঙ্গলবার সারা রাত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে কাটানোর পর বুধবার সকালে মুম্বইয়ের বাইকুল্লা জেলে নিয়ে যাওয়া হয় রিয়া চক্রবর্তী। সেখানেই আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত রিয়া চক্রবর্তীকে থাকতে হবে বলে জানা যাচ্ছে। তবে অভিনেত্রীর আইনজীবী সতীশ মানশিন্ডে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন রিয়াকে জামিনে মুক্ত করতে। তবে রিয়া এবং সৌভিকের জামিন যাতে রদ করা যায়, সে বিষয়ে চেষ্টা চালানো হচ্ছে এনসিবির তরফেও।