নিজস্ব প্রতিবেদন : ​জর্জ ফ্লয়েডের মৃত্যু ঘিরে কার্যত উত্তাল মার্কিন মুলুক। বর্ণ বিদ্বেষের জেরে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর জেরে করোনার থাবাকে উপেক্ষা করে রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছেন মার্কিনিরা। মার্কিন মুলুকের সেই বিক্ষোভের আঁচ পড়েছে বি টাউনেও। জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে সরব হন করিনা কাপুর খান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিনি বলেন, কৃষ্ণাঙ্গ মানুষ, দলিত, মুসলিম, মহিলা এবং পরিযায়ী শ্রমিকদের জীবনের মূল্য আছে। শুধু তাই নয়, প্রত্যেক মানুষের জীবনই মূল্যবান বলে নিজের সোশ্যাল হ্যান্ডেলে মত প্রকাশ করেন কাপুর-কন্যা। করিনার ওই স্টেটাস নিয়ে যখন জোর আলোচনা শুরু হয়েছে,সেই সময় কিছুটা কটাক্ষের সুর শোনা যায় কঙ্গনা রানাউতের গলায়।


তিনি বলেন, মহারাষ্ট্রে যখন কয়েক সপ্তাহ আগে সাধুদের খুন করা হল, তখন চুপ করেছিলেন বলিউডের এই সেলেবরা। মহারাষ্ট্রের পালঘরে সাধু খুনের ঘটনায় কাউকে কোনও মন্তব্য করতে দেখা যায়নি। মহারাষ্ট্রের মতো জায়গা, যেখানে বেশিরভাগ সেলেবের বসবাস, তখন কেউ মুখে রা কাটেননি। বিষয়টিকে তিনি স্বাধীনতার আগের ওপনিবেশিক দাসত্ব বলে কটাক্ষ করেন বলিউড কুইন।