কেনিয়ায় ফ্যাশন শোয়ে শো-স্টপার করিনা, চুঁইয়ে পড়ল গ্ল্যামার
বলিউডের স্টাইল আইকন বলেই তাঁর পরিচিতি। তাঁর ফ্যাশান সেন্সের সঙ্গে টেক্কা দেয় এমন খুব কম জনই আছে। তা সে ক্যাজুয়াল আউটফিটেই হোক, কিংবা গর্জাস লুকে। তিনি বলিউডের ওয়ান অ্যান্ড অনলি বেগমজান বলে কথা। ফের একবার কেনিয়ার নাইরোবিতে আয়োজিত র্যাম্প শোয়ে নিজের জলবা দেখালেন করিনা কাপুর খান।
নিজস্ব প্রতিবেদন: বলিউডের স্টাইল আইকন বলেই তাঁর পরিচিতি। তাঁর ফ্যাশান সেন্সের সঙ্গে টেক্কা দেয় এমন খুব কম জনই আছে। তা সে ক্যাজুয়াল আউটফিটেই হোক, কিংবা গর্জাস লুকে। তিনি বলিউডের ওয়ান অ্যান্ড অনলি বেগমজান বলে কথা। ফের একবার কেনিয়ার নাইরোবিতে আয়োজিত র্যাম্প শোয়ে নিজের জলবা দেখালেন করিনা কাপুর খান।
মনীশ মালহোত্রার ডিজাইন করা সাদা লেহেঙ্গায় স্বর্গীয় লুক যেন সকলকে মুগ্ধ করলেন করিনা। র্যাম্প হাঁটার সময় বেবোর প্রতিটা স্টেপে যেন গ্ল্যামার চুঁইয়ে পড়ল।
করিনার সেই গ্ল্যামারাস ছবি নিজের সোশ্যাল সাইটে শেয়ার করেছেন ডিজাইনার মনীশ মালহোত্রা নিজেই।
A post shared by Manish Malhotra (@manishmalhotra05) on
A post shared by Manish Malhotra (@manishmalhotra05) on
A post shared by Kareena Kapoor Khan FC (@kareenakapoorteam) on
A post shared by Kareena Kapoor Khan (@therealkareenakapoor) on
A post shared by Kareena Kapoor Khan (@therealkareenakapoor) on
A post shared by Kareena Kapoor Khan (@therealkareenakapoor) on