নিজস্ব প্রতিবেদন: ​বাড়িতে বসে থেকে বর্তমানে মানুষকে একঘেয়েমিতে পেয়ে বসেছে। বাড়িতে বসে কী করবেন, তা ভেবে উঠতে পারছেন না মানুষ। মহামারীর জন্যই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মহামারীর জেরে যখন মানুষকে একঘেয়েমি পেয়ে বসেছে, সেই সময় অনেকে অনেক বিষয়ে মন্তব্য করতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় যাকে ট্রোলিং বা সমালোচনা হিসেবে ধরা হচ্ছে। মহামারীর জেরে মানুষকে যেমন একঘেয়েমিতে পেয়ে বসেছে, তেমনি অনেকের হাতে তেমন কোনও কাজও নেই। সেই পরিস্থিতির মধ্যে পড়েই এখন অনেকে সেলিব্রিটিদের নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করতে শুরু করেছেন। অনলাইন ট্রোলিং নিয়ে মুখ খুলতে গিয়ে এবার এমনই মন্তব্য রলেন করিনা কাপুর খান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : সুশন্তের মতো তরুণ অভিনেতার মৃত্যু দুঃখজনক, মুখ খুললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী


অনলাইনে ট্রোলিংয়ের বিষয়ে মুখ খোলার পাশাপাশি স্বজনপোষণ নিয়েও মুখ খোলেন করিনা। তিনি বলেন, ২১ বছর ধরে বলিউডে কাজ করছেন তিনি। তারকা সন্তান হয়েই যদি তিনি ইন্ডাস্ট্রিতে হাজির হতেন, তাহলে এত বছর ধরে একটানা কাজ করতে পারতেন না। মানুষ তাঁদের তৈরি করেছেন। দর্শক ছাড়া অন্য কেউ তাঁদের তৈরি করেননি। তাই স্বজনপোষণের জেরে তাঁরা ইন্ডাস্ট্রিতে নিজেদের পসার জমিয়েছেন বলে যাঁরা মনে করছেন,তাঁরা পুরোপুরি ভুল বলে দাবি করেন করিনা।


আরও পড়ুন : বিচ্ছেদের পর তিক্ততা চরমে, করিনাকে 'মহিষের' সঙ্গে তুলনা শাহিদ কাপুরের?


এসবের পাশাপাশি বেবো আরও বলেন, স্বজনপোষণের জেরে তাঁরা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন বলে যদি কেউ মনে করেন, তাহলে তাঁদের ছবি দেখবেন না। তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। এই বিষয়ে এত জলঘোলার কোনও কারণ নেই বলেও মন্তব্য করেন করিনা কাপুর খান।