নিজস্ব প্রতিবেদন : মহারাষ্ট্রে করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। তার উপর তিনি সদ্য দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। তাই নিজের এবং সন্তানদের সুরক্ষার কথা মাথায় রেখে করিনা কাপুর খানের মাস্ক পরা জরুরী বৈকি। অনুরাগীদেরও মাস্ক পরার পরামর্শ দিলেন বেবো। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইনস্টাগ্রামে কালো মাস্ক পরা ছবি দিয়ে করিনা লিখেছেন, ''কোনও প্রোপাগান্ডা নয়। মাস্ক পরুন।'' তবে আলোচনা তা নিয়ে নয়। করিনা যে কালো মাস্ক পরা ছবি দিয়েছেন, তার দাম জানলে অবাক হবেন। ছবিতে দেখা যাচ্ছে, বেবো যে মাস্ক পরেছেন, সেটি 'লুই ভুটন'  ব্র্যান্ডের। মাস্কের উপর LV চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে। 'লুই ভুটন' ব্র্যান্ডের ওয়েবসাইটে চোখ রাখলেই দেখা যায়, এর দাম ৩৫৫ ডলার। আর্থৎ ভারতীয় মুদ্রায় এর দাম ২৫ হাজার টাকা।


আরো পড়ুন-জাস্টিন টিম্বারলেক-এর 'সেক্সিব্যাক' গানে নেচে ভাইরাল হলেন মিঠুন চক্রবর্তীর ছেলের বউ


চমকে গেলেন নাকি? হাজার হোক 'নবাব'দের ব্যাপারই আলাদা। 



তবে শুধু করিনা কেন, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন সহ অনেক তারকাকেই এই 'লুই ভুটন'  ব্র্যান্ডের মাস্ক পরতে দেখা গিয়েছে।