নিজস্ব প্রতিবেদন: ১৯৯৪ সালে মুক্তি পায় রাজকুমার সন্তোষীর সিনেমা আন্দাজ আপনা আপনা। আমির খান, সলমন খানের সঙ্গে এই সিনেমায় স্ক্রিন শেয়ার করনে রবিনা ট্যান্ডন এবং করিশ্মা কাপুর। ১৯৯৪ সালে আন্দাজ আপনা আপনা মুক্তি পাওয়ার পর বক্স অফিসে দেদার সাফল্য পায়। মুক্তির এত বছর পর এবার রাজকুমার সন্তোষীর সিনেমা নিয়ে মুখ খুললেন করিশ্মা কাপুর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : দিল্লির হিংসায় উস্কানি দিচ্ছেন জাভেদ আখতার? মামলা দায়ের বলিউডের বর্ষীয়ান সুকারের বিরুদ্ধে
সম্প্রতি একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হন করিশ্মা। সেখানে তিনি জানান, আন্দাজ আপনা আপনা বক্স অফিসে দেদার সাফল্য পায় ঠিকই, কিন্তু তাঁর এই সিনেমা দেখা হয়নি। ওই সময় এক একদিন ৩-৪টি করে শিফ্টে কাজ করতেন তাঁরা। ফলে ব্যস্ততার মধ্যে নিজেদের সিনেমা দেখার সময়, সুয়োগ তাঁদের হত না বলে স্পষ্ট জানান  করিশ্মা।


 



আরও পড়ুন : আমির খানের সঙ্গে ঘনিষ্ঠতা, দীর্ঘ চুম্বন; মুখ খুললেন করিশ্মা কাপুর
পাশাপাশি তিনি আরও জানান, আন্দা আপনা আপনা-র শ্যুটিংয়ের সময় তাঁরা কেউ কারও সঙ্গে কথা বলতেন না। আমির, সলমন হোক কিংবা রবিনার সঙ্গে তিনি, শ্যুটিং করতেন একসঙ্গে। কিন্তু তাঁদের কারও সঙ্গে কারও কথা হত না। ফলে আন্দাজ আপনা আপনার সময় কারও সঙ্গেই কারও সদ্ভাব ছিল না বলে স্পষ্ট জানান করিশ্মা কাপুর।