নিজস্ব প্রতিবেদন: তৈমুর, এখন টিনসেল টাউনের নতুন তারকা। তাঁর ছবি আজকাল রোজই ভাইরাল হয়। করিনা-সইফের থেকেও এখন তৈমুরের কথা জানতেই সকলের উৎসাহ বেশি। ছোট্ট নবাব যেটাই করুক না কেন ভক্তদের প্রতিক্রিয়া একটাই ওয়াওও...।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগামী ২০ ডিসেম্বরে এক বছর পূর্ণ তৈমুর আলি খান। সকলের ধারণা নিশ্চয় বিশেষ ভাবে সেলিব্রেট হবে ছোট্ট নবাবের জন্মদিন। তৈমুরের বার্থডে সেলিব্রেশন নিয়ে সইফ-করিনা কিছু না জানালেও,আদরের বোনপোর বার্থডে প্ল্যান ফাঁস করলেন মাসি করিশ্মা।


সম্প্রতি, শিশুদের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন  করিশ্মা কাপুর। সেখানেই তাঁকে তৈমুরের বার্থডে প্ল্যান নিয়ে জিজ্ঞাসা করা হয়। 
করিশ্ম বলেন, 'তৈমুরের জন্মদিন নিয়ে বাড়ির সবাই ভীষণ উৎসাহী। তবে তৈমুরের জন্মদিন যে বিশাল করে সেলিব্রেট হবে তেমনটা নয়, শুধুমাত্র পরিবারের সদস্য আর আত্মীয়-স্বজনদের নিয়েই একটা গেট-টুগেদারের আয়োজন করা হবে।'


এই খবর প্রকাশে তৈমুরের ভক্তরা সকলেই তার প্রথম জন্মদিনের ছবি দেখার অপেক্ষায় দিন গুনছেন।