অনুসূয়া​ বন্দ্যোপাধ্যায়:  'রাণী রাসমণি' করার দৌলতে স্কুল পড়ুয়া দিতিপ্রিয়া রায় এখন বেশ পরিচিত মুখ। দিতিপ্রিয়া নয়, বাংলার মানুষ তাঁকে এখন রাণী রাসমণি হিসাবেই চেনেন। তাই তাঁদের প্রিয় 'রাণী' কীভাবে দোল খেললেন সেবিষয়ে দর্শকদের উৎসাহ থাকবে বৈকি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে টিভির পর্দায় নয়। রানীকুঠি সংলগ্ন গাছতলা এলাকায় নতুন ফ্ল্যাট কিনেছেন দিতিপ্রিয়া। সেখানেই বাবা-মাকে নিয়ে থাকেন তিনি। নিজের অ্যাপার্টমেন্টের ছাদে মা ও বন্ধুদের সঙ্গে দোল খেললেন দিতিপ্রিয়া। এদিন দিতির সঙ্গে ছিল ভানুমতীর খেল খ্যাত তারকা শ্রেয়শ্রী রায়। আবীর মেখে একপ্রকার ভুতের মতো অবস্থা ছিল সকলের। তবে শুধু দোল খেলাই নয়, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নাচ করতেও দেখা যায় দিতিপ্রিয়াকে। 


আরও পড়ুন-রং খেলায় মাতলেন ঋতুপর্ণা সেনগুপ্ত



প্রসঙ্গত, এই মুহূর্তে zee বাংলার 'রাণী রসমণি' ধারাবাহিকটি নতুন দিকে মোড় নিয়েছে রাণীর স্বামী রাজচন্দ্র দাসের মৃত্যুর পর বিধবার সাজে ধরা দিয়েছেন রাসমণি। অর্থাৎ রাণী যে লুকের সঙ্গে বাংলার মানুষ পরিচিত। এবার দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠা, রামকৃষ্ণ দেবের সঙ্গে রাণীমার দেখার দিকে মোড় নেবে ধারাবাহিকের কাহিনী।


 আরও পড়ুন-দোল খেললেন ইন্দ্রাণী হালদার, বিক্রম ঘোষ ও জয়া শীলরা