নিজস্ব প্রতিবেদন: করুনা মনে মনে কষ্ট প্রায় মথুর তাকে এত সন্মান দেয় বলে। সে মনে মনে মথুরের সেবা করতে চায় কিন্তু করতে পারে না, তাই সে চোখের জল ফেলে। সকালে রানী রঘুবীরের সামনে প্রার্থনা করে, সেখানে করুনা এলে সে তার মনের কথা জানায় ও বলে মথুরের সাথে তার আগে তেমন ভাবে কথা হয়নি, কথা হয়েছে কেবল প্রাণকেষ্টর সঙ্গে। এ কথা শুনে রানী চিন্তায় পড়েন। এদিকে গদাইকে কোথাও খুঁজে না পেয়ে তার দাদা খুবই দুশ্চিন্তায় পড়ে যান। পুকুরপাড়ে গদাইকে পেয়ে তার দাদা তাকে বাড়ি ফিরতে বলে। কিন্তু, পুকুরের জল অমন ফুলতে দেখে গোদাই ও তার দাদা ভয় পেয়ে যায়। তাঁরা কোনও অজানা বিপদের আশঙ্কা করেছে। এদিকে রানী ও চন্দ্র পুরোনো দিনের মতো গান গায় তাতে একে একে সকলে যোগ দিতে থাকে। এখানে ক্লিক করে দেখুন- করুণাময়ী রানী রাসমণি


দেখুন, এর আগে কী হয়েছে- করুণাময়ী রানী রাসমণি : মথুর বেশি গুরুত্ব পাওয়ায় ক্ষুব্ধ রানীর বড় মেয়ে পদ্ম