দর্শকদের হৃদয় ছুঁয়েছে `করুণাময়ী রানী রাসমণি`
সকলের গঞ্জনাকে উপেক্ষা করে রানী জানান, মথুরামোহন ও তাঁর স্ত্রী-র কোনও অসম্মান হতে দেবেন না, সবসময় যোগ্য সন্মান দিয়েই তিনি তাঁদের পাশে থাকবেন সারাজীবন।
নিজস্ব প্রতিবেদন: করুণাময়ী রানী রাসমণিতে অভিনয় করে দিতিপ্রিয়া ইতিমধ্যেই সকলের হৃদয় ছুঁয়ে ফেলেছে। অনস্ক্রিন ৪ মেয়ের মা সে, তিন মেয়ের বিয়ে দিতেই খানিক সমস্যায় পড়তে হয় রানীকে। মথুরামোহন করুনাকে বিয়ে করার পর শ্বশুর বাড়িতে নানান গঞ্জনার সম্মুখীন হতে হয় মথুরামোহনকে। এমনকি ভাত কাপড়ের অনুষ্ঠানেও কথা শোনাতে ছাড়ে না করুনার বড় দিদি পদ্মও। এই বিয়ের কারণে যেহেতু মথুরামোহনকে ত্যাজ্য পুত্র হতে হয়, তাই তাঁর ঠাঁই হয় শ্বশুরবাড়িতে। সেখানে রানী ও রাজচন্দ্র তাঁর ভরপুর আপ্যায়ণ করেন। আর এসব ভালোভাবে মেনে নিতে পারেন না পদ্ম, সে তাঁর স্বামীকে তাঁদের ভাগের সম্পত্তির দাবি করতে বলেন। কিন্তু কোনো সদুত্তর না পেয়ে সে ক্ষান্ত হয়। কিন্তু সকলের গঞ্জনাকে উপেক্ষা করে রানী জানান, মথুরামোহন ও তাঁর স্ত্রী-র কোনও অসম্মান হতে দেবেন না, সবসময় যোগ্য সন্মান দিয়েই তিনি তাঁদের পাশে থাকবেন সারাজীবন। এখানে ক্লিক করে দেখুন- করুণাময়ী রানী রাসমণি