নিজস্ব প্রতিবেদন : চুপি চুপি বাগদান সেরে ফেলেছেন বলিউডের ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ? বি-টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে এমন গুঞ্জন। যদিও তাঁদের বাগদানের কথা আনুষ্ঠানিকভাবে ভিকি (Vicky Kaushal) বা ক্যাটরিনার (Katrina Kaif) তরফে কিছু ঘোষণা করা হয়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুম্বইয়ের এক পাপারাৎজি সম্প্রতি ছবি পোস্ট করে লেখেন, ''ভিকি ও ক্যাটরিনার বাগদান পর্ব সারা হয়েছে''। এমনকি কিছুদিন আগে মুম্বইয়ে কিছু নিউজ পোর্টালে প্রকাশিত হয় শীঘ্রই ভিকি-ক্যাটরিনার 'রোকা' অনুষ্ঠান হতে চলেছে। আর তারপরই তাঁদের বাগদান সম্পন্ন হওয়ার খবর ছড়িয়ে পড়ে। এবার এবিষয়ে মুখ খুলল ক্যাটরিনার টিম। তাঁদের কথায় ভিকির সঙ্গে ক্যাটরিনার  (Katrina Kaif) বাগদানের খবরটা পুরোটাই গুজব। 


আরও পড়ুন-Hindi OTT: টলিউড প্রায় ফাঁকা, বাঙালি তারকারা মজেছেন হিন্দি ওয়েব সিরিজ ও সিনেমায়


সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ-মাধ্যমের টক শোয়ে এসে অভিনেতা হর্ষবর্ধন কাপুর (Harshvardhan Kapoor) জানান, ভিকি-ক্যাটরিনা (Vicky Kausha-Katrina Kaif)  প্রেমের কথা গুজব নয়, সত্যি। বহুবার বলিউডের বিভিন্ন অনুষ্ঠান, পার্টিতে একসঙ্গে হাজির হতে দেখা গিয়েছে এই তারকা জুটিকে। সম্প্রতি, সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী অভিনীত 'শেরশাহ' স্ক্রিনিংয়ে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। 


প্রসঙ্গত, খুব শীঘ্রই ভিকি কৌশলকে পরিচালক আদিত্য ধরের 'দ্য অমর অশ্বত্থামা'য় দেখা যাবে। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে '‌সরদার উধম সিং'‌, '‌শ্যাম বাহাদুর'‌, '‌দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি'‌, 'মিস্টার লেলে'। অন্যদিকে 'টাইগার-৩'র শ্যুটিংয়ে সলমনের সঙ্গে রাশিয়া উড়ে যাচ্ছেন ক্যাটরিনা (Katrina Kaif)।


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)