নিজস্ব প্রতিবেদন : দিওয়ালিতে মুক্তি পাবে ‘ঠগস অফ হিন্দোস্থান’। কিন্তু, সিনেমা মুক্তির আগে থেকে অমিতাভ বচ্চন এবং আমির খানের সিনেমা নিয়ে জলঘোলা শুরু হয়েছে। কখনও শুটিংয়ের সেট থেকে ভাইরাল হচ্ছে ক্যাটরিনা কাইফের ‘ফার্স্ট লুক’ আবার কখনও শুটিংয়ের সেটে অসুস্থ হয়ে পড়ছেন অমিতাভ বচ্চন। সবকিছু মিলিয়ে মুক্তির আগে থেকেই বক্স অফিসে আলোচনার কেন্দ্রে উঠে আসতে শুরু করেছে ‘ঠগস অফ হিন্দোস্থান’। কিন্তু, এবার নাকি শুটিংয়ের সময় থেকেই ভয়ে ভয়ে রয়েছেন ক্যাটরিনা কাইফ। কারণটা জানেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : এবার কি টাইগারের সঙ্গে সম্পর্ক ভাঙছেন দিশা?


রিপোর্টে প্রকাশ, আমির খানের সঙ্গে ফাতিমা সানা শেখের সখ্যতা নাকি দিনের পর দিন বাড়ছে। ‘ঠগস অফ হিন্দোস্থান’-এর সেটেও নাকি ফাতিমার সঙ্গে আমির খানের সখ্যতা নিয়ে চিন্তায় রয়েছেন ক্যাটরিনা কাইফ। সলমন খানের প্রাক্তন বান্ধবীর আশঙ্কা, ফাতিমার সঙ্গে যেভাবে আমির খানের সখ্যতা বাড়ছে, তাতে সিনেমায় তাঁর চরিত্রের উপর প্রভাব পড়তে পারে। সেই আশঙ্কা থেকেই নাকি যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার সঙ্গে ইতিমধ্যেই দেখা করেছেন ক্যাটরিনা।


আরও পড়ুন : ভাইরাল সলমন-ক্যাটরিনার নয়া ভিডিও


যদিও ফাতিমা কেন, অন্য কোনও অভিনেতার জন্য কোনওভাবেই তাঁর চরিত্রের পরিবর্তন করা হবে না। তাঁর চরিত্রের সঙ্গে যাতে কোনও কাটছাট না করা হয়, সেদিকে খেয়াল রাখা হবে বলেও ক্যাটরিনাকে আশ্বস্ত করেছেন আদিত্য চোপড়া।


আরও পড়ুন : দেখলে চিনতেই পারবেন না, ভাইরাল ঐশ্বর্যর নয়া ছবি


এদিকে শুধু ক্যাটরিনা কাইফই নন, আমিরের সঙ্গে ফাতিমা সানা শেখের সম্পর্ক নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছে। শুধু তাই নয়, ফাতিমার সঙ্গে আমিরের সম্পর্ক নিয়ে স্ত্রী কিরণ রাও-এর সঙ্গেও তাঁর দূরত্ব তৈরি হচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।