Kaushik Ganguly-Prosenjit Chatterjee: `আমার বিশ্বাস শাহরুখ খান সিঙ্গল স্ক্রিন দ্রুত ছেড়ে দেবেন!`
Kaushik Ganguly-Prosenjit Chatterjee: কৌশিক বলেন, ‘‘ইনসিকিউরিটি...আসলে হিন্দি ছবি চলছে না তো, তাই....আরে শাহরুখ খানের ছবি আমরা সবাই দেখব। কিন্তু কতবার লোকে তাঁর ছবি দেখবে! তা-ই আশায় বসে আছি, ওঁকে দেখার পর, আমাদের ছবি দেখবেন মানুষ। আমার বিশ্বাস ব্র্যান্ড অ্যাম্বাসাডরের প্রতি, সিঙ্গল স্ক্রিন উনি দ্রুত ছেড়ে দেবেন।’’
Kaushik Ganguly, Prosenjit Chatterjee, মৌপিয়া নন্দী: কিছু সিঙ্গল স্ক্রিন পুরোপুরি বন্ধ আর কিছু বন্ধের প্রায় মুখে। এমন এক সময়ে আগামিকাল মুক্তি পেতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এবং প্রসেনজিত্ চট্টোপাধ্যায় অভিনীত ‘কাবেরী অন্তর্ধান’। শুধু তা-ই নয়, যেই বাংলা ছবিগুলো মুক্তি পেতে চলেছে, সেই সবকটি ছবিকে প্রায় যুদ্ধ করে টিকতে হবে, কিং খান অভিনীত ‘পাঠান’ ছবির সঙ্গে। এ মতো অবস্থায় কীভাবে পাল্লা দেবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি ‘কাবেরী অন্তর্ধান’। জি ২৪ ঘন্টায় ছবির প্রমোশন ‘কাবেরীর খোঁজে’ তিনি বলেন, ‘‘আমরা নিজেরা নিজেদের আগলে চলি। আজ যখন দেব সমস্যায় পড়ে, আমি কিছু বলি না। অন্য লোক সমস্যায় পড়লে আমরা কিছু বলি না। নিজেদের ছবি যখন আসে আমরা মিডিয়ার সামনে বলতে শুরু করি...আমর এই কষ্ট ওই কষ্ট।’’
আরও পড়ুন- Rakhi Sawant Arrested: পুলিসে অভিযোগ দায়ের শার্লিনের, গ্রেফতার রাখি সাওয়ান্ত!
প্রসঙ্গত দেব এবং মিঠুন অভিনীত ‘প্রজাপতি’র ভাগ্যে সরকারি প্রেক্ষাগৃহ জোটেনি এবং তা নিয়ে কম জলঘোলা হয়নি। অনুষ্ঠানে কৌশিক গঙ্গোপাধ্যায় আরও বলেন, ‘‘কষ্টটা ইন্ডাস্ট্রির। এটা আত্মমর্যাদার এক কষ্ট’’। তখন পাল্টা প্রশ্ন করা হয়, ‘‘কী কষ্ট?’’ কৌশিক উত্তরে বলেন, ‘‘লোকে ভুল বুঝে বলেন, ওই হল আমার ছবি চালাচ্ছে না। এগজিবিটর এবং রিজিওনাল ডিস্ট্রিবিউটার, তাঁদের কোনও দোষ নেই। এই যে ‘পাঠান’ আসছে, প্রযোজনা সংস্থা থেকে বলে পাঠানো হয়েছে, যে যে সিঙ্গল স্ক্রিন আমাদের ছবি চালাবে, তাদের সবগুলো শো চালাতে হবে। অন্য কোনও ছবি চালাতে পারবে না। সাবটাইটালে বলা, রিজিওনাল ফিল্ম চালানো যাবে না। তাই বাংলাতে বাংলা ছবি চালানো যাচ্ছে না।’’ তিনি এগজিবিটরদের পক্ষ নিয়ে বলেন, ‘‘গোটা প্যান্ডেমিকে এগজিবিটররা বসিয়ে-বসিয়ে কর্মচারীদের রেখেছে। তাঁরা এই ক্ষতি বহন করতে পারবে না। তারা উপায়হীন। তাদের হিন্দি ছবি চালাতেই হবে...ওদের সাহসটা হয় কীভাবে এটা বলার, যে আমাদের ছবিই চালাতে হবে, না হলে কোনও শো দেব না। অসহায় হয়ে গিয়েছে এগজিবটররা।’’ ফের কৌশিক গঙ্গোপাধ্যায় দেব-মিঠুনের ছবি ‘প্রজাপতি’ প্রসঙ্গে বলেন, ‘‘প্রজাপতির মতো ছবি, যা এখনও হাউসফুল যাচ্ছে, সেটাকেও নেমে যেতে হচ্ছে, কারণ পাঠান আসছে।’ֹ’
এখানেই থামেননি কৌশিক, তিনি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খানকে প্রসঙ্গে নিয়ে আসেন, ‘‘আর আইরনি এটা, শাহরুখ বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর, যেখানে বাংলা ছবি চালাতে পারছি না। উনি জানলে বোধহয় বলতেন, ভাই বেঙ্গলটা ছেড়ে দাও...তোমরা একটা-দুটো নিজেদের ছবি চালাও।’’
আরও পড়ুন-Jacqueline Fernandez: ‘সুকেশ আমার জীবনটা নরক করে দিয়েছিল’, বিস্ফোরক জ্যাকুলিন
প্রমোশনে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এসেছিলেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ও। তিনি সহমত প্রকাশ করে বলেন, ‘‘এটা একটা নতুন ট্রেন্ড হয়েছে...’’ কৌশিক বলেন, ‘‘ইনসিকিউরিটি...আসলে হিন্দি ছবি চলছে না তো, তাই....আরে শাহরুখ খানের ছবি আমরা সবাই দেখব। কিন্তু কতবার লোকে তাঁর ছবি দেখবে! তা-ই আশায় বসে আছি, ওঁকে দেখার পর, আমাদের ছবি দেখবেন মানুষ। আমার বিশ্বাস ব্র্যান্ড অ্যাম্বাসাডরের প্রতি, সিঙ্গল স্ক্রিন উনি দ্রুত ছেড়ে দেবেন।’’