নিজস্ব প্রতিবেদন: প্রয়াত কাজী নজরুল ইসলামের পুত্রবধূ।  বুধবার ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যু হয় উমা কাজীর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। উমা কাজী নজরুল ইসলামের বড়ছেলে সব্যসাচী কাজীর স্ত্রী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কাজী নজরুল ইসলামের পুত্রবধূ উমা কাজী ঢাকার বনানীতে থাকতেন। তবে দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন তিনি। উমা কাজী তাঁর দুই মেয়ে খিলখিল ও মিষ্টি কাজীকে রেখে গেলেন।



প্রসঙ্গত উমা কাজীর স্বামী অর্থাৎ নজরুলের বড় ছেলে সব্যসাচী কাজীর মৃত্যু হয়েছিল ১৯৭৯ সালে। একসময় কবি নজরুল ইসলামের সঙ্গেই তাঁর পরিবার ঢাকায় চলে গিয়েছিল। তারপর থেকে কবির পরিবারের প্রায় তিন প্রজন্মে বাংলাদেশেই থাকে।