নিজস্ব প্রতিবেদন: ১৮৯৭ সালের ১২ সেপ্টেম্বর। আফগানিস্তানের ওরাকজাই উপজাতির ১০ হাজার সেনার সঙ্গে লড়াই করেছিল ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী মাত্র ২১ জন শিখ। যার নেতৃত্ব দিয়েছিলেন হাবিলদার ঈশ্বর সিং। যুদ্ধটি হয়েছিল তৎকালীন খাইবার পাখতুন খাওয়া প্রদেশের তিরাহ উপত্যাকায়। যেটি বর্তমানে পাকিস্তানের নর্থ-ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সের অন্তর্গত। সেই যুদ্ধের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে অক্ষয় কুমারের কেশরী। যেখানে ঈশ্বর সিংয়ের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। ছবিতে অক্ষয়ের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে পরিণীতি চোপড়াকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বৃহস্পতিবার ২১ ফেব্রুয়ারি প্রকাশ্যে এসেছে 'কেশরী' যাতে তরোয়াল হাতে ভয়হীন চিত্তে, মুগ্ধ করছেন অক্ষয় কুমার। শুধু মুগ্ধই নয়, কেশরীর ট্রেলার আরও একবার সকলের মনে জাগিয়ে তুলছে দেশভক্তির আগুন। কেশরীর ট্রেলারে অক্ষয়কে বলতে শোনা যাচ্ছে, কেশরী রঙের মধ্যে নিহত আছে বাহাদুরি, এটা শহিদের রং। ট্রেলারে কেশরী রঙের পাগড়ি পরে আফগান ওরাকজাইদের বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে দেখা যায় ঈশ্বর সিংয়ের বেশধারী অক্ষয়কে।


আরও পড়ুন-সেদিন ঘরের কোণে ভয়ে কুঁকড়ে ছুরি নিয়ে দাঁড়িয়েছিল পারভিন: মহেশ ভাট, দেখুন কী ঘটেছিল...


দেখুন কেশরীর ট্রেলার...


আগামী ২১ মার্চ মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের 'কেশরী'। এটি একটি পিরিয়ড ড্রামা। ছবির প্রযোজনা করছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন। প্রসঙ্গত, পুলওয়ামা জঙ্গি হামলার পর সারা দেশ যখন ফুঁসছে। দেশবাসীর মনে যখন দেশভক্তির আগুন জ্বলছে, তখন এই ছবিটি সেই দেশভক্তির আগুনে আরও কিছুটা ঘি ঢালবে বলেই মনে করছেন ফিল্ম সমালোচকরা।


আরও পড়ুন-স্কুলে না যেতে চাওয়ায় আজব আজুহাত অক্ষয় কন্যার