নিজস্ব প্রতিবেদন: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর দিন অভিনেতার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। চাবিওয়ালাকে ডেকে এনে দরজার লক ভাঙা হয়েছিল। এমনটাই জানিয়েছেন সিদ্ধার্থ পিঠানি। এবার ওই দিনের ঘটনা প্রসঙ্গে Zee নিউজের কাছে মুখ খুললেন চাবিওয়ালা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঠিক কী হয়েছিল ওইদিন?


চাবিওয়ালা রফিক Zee নিউজকে জানান, ''১৪ জুন ১.০৫ নাগাদ আমার কাছে ফোন আসে। কে ফোন করেছিলেন, তখন নাম জানতাম না। এখন যেহেতু সংবাদমাধ্য়মে উনি বারবার উঠে আসছেন, তাই নাম জেনেছি। ওনার নাম সিদ্ধার্থ পিঠানি। উনি আমায় লকের ছবি পাঠিয়েছিলেন। তারপরই আমি সেখানে যাই। কম্পিউটারাইজড লক ছিল তাই বলল, খুলতে গেলে ১ ঘণ্টা সময় লেগে যাবে। তাই আমাকে লক ভাঙতে বলা হল। ঘরের মধ্যে থেকে কোনও আওয়াজ এলে যেন সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে দেন।''


আরও পড়ুন-সুশান্তের ময়নাতদন্তকারী কুপার হাসপাতালে ৫ ডাক্তরকে জিজ্ঞাসাবাদ করবে CBI


রফিক আরও জানান, ''চাবি ভাঙার সঙ্গে আমি দরজা হ্যান্ডেলে হাত দিতেই আমাকে বলল তুমি এবার যাও। ঘরে ভিতরে আমাকে তাকাতে দেওয়া হয়নি। তখন অবশ্য আমি জানতাম না এটা সুশান্ত সিং রাজপুতের বাড়ি। আমায় ২০০০ টাকা দেওয়া হয় আমি চলে আসি।''



চাবিওয়ালার সম্পূর্ণ ভিডিয়ো দেখতে নিজের লিঙ্কে ক্লিক করুন...


Sushant's Key maker talked about why he didn't enter in his room?


তবে এখনও পর্যন্ত CBI-এর তরফে তাঁর কাছে কোনও ফোন আসেনি বলে জানান চাবিওয়ালা। তবে তিনি তদন্তে সাহায্য করবেন বলেও জানান। এর আগে মুম্বই পুলিসের কাছে বয়ান দিয়েছেন চাবিওয়ালা রফিক।


আরও পড়ুন-CBI পৌঁছনোর আগেই সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে কী করতে ঢুকেছিল মুম্বই পুলিস?